লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান

লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ নিহতের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত।

বিএনপি সমর্থিদের হামলায় কাউছার আহমেদ নিহত হয়েছেন বলে দাবি করে দোষীদের শাস্তির দাবিতে সোমবার (০৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে সামাজিক সমস্যার জের ধরে হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে একই দিন সংবাদ সম্মেলন করে বিএনপি।

বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা দাবি করেন, জামায়াত নেতা কাউছার আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর প্রশাসন মামলা নিতে গড়িমসি করেছে। রোববার মামলা হওয়ার পরও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ হত্যার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাড. আবুল ফারাহ নিশান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি দাবি করেন, একটি সামাজিক সমস্যাকে রাজনৈতিকভাবে নিয়ে গিয়ে জামায়াত নোংরামি করছে। বিষয়টি কোনো দলীয় ইস্যু নয়। জামায়াত নেতা কাউছার আহমেদ এর আগেও দুইবার স্টোক করেছেন, তিনি স্টোকজনিত কারণে মৃত্যুবরণ করতে পারেন। তাছাড়া একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সেটাকে দলীয়করণ অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, অ্যাড. হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (০৫ জুন) বাংগাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামে প্রতিপক্ষের হামলা ও মারধরের শিকার হয়ে নিহত হন স্থানীয় জামায়াতের একটি ইউনিটের সভাপতি কাউছার আহমেদ। ঘটনার পর বিএনপি সমর্থীদের হামলায় কাউছার আহমেদ নিহত হয়েছেন বলে জামায়াত নেতারা দাবি করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিএনপি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

এছাড়া রোববার (০৮ জুন) রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১০

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১১

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১২

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৩

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৪

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৫

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৬

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৭

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১৮

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৯

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

২০
X