চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনের পাশে তারেক রহমান

চট্টগ্রামের বাঁশখালীর উদীয়মান ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রামের বাঁশখালীর উদীয়মান ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রামের বাঁশখালীর উদীয়মান ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের উদ্ভাবনী প্রতিভাকে সম্মান জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ জুন) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল আশির উদ্দিনের পুইছড়ির বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সহানুভূতি জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পরিদর্শনকালে রিজভী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ পতনের মূল কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। তারেক রহমান লন্ডন থেকে আশির উদ্দীনের ড্রোন প্রযুক্তির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের পাঠিয়েছেন এই প্রতিভাকে মূল্যায়ন করার জন্য।’

রিজভী আরও বলেন, ‘সারা দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ সংগীতে, কেউ শিল্পী হিসেবে নানাভাবে প্রতিভার ছাপ রাখছে। আমরা খোঁজখবর নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা যেন উন্নতি করতে পারে, সেটাই মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এসেছি। আশির উদ্দীনের মতো প্রতিভাবান তরুণেরা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।’

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। একইসঙ্গে তাকে কারিগরি প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা ও বার্তা পৌঁছে দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।

প্রসঙ্গত, মোহাম্মদ আশির উদ্দিন নিজ উদ্যোগে ড্রোন নির্মাণ করে প্রযুক্তি জগতে দৃষ্টি আকর্ষণ করেন। তার প্রতিভা এবং চেষ্টাকে উৎসাহ দিতে বিএনপির শীর্ষ নেতারা এমন পদক্ষেপ নিয়েছেন। আশির উদ্দীন সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাস করেন।

গ্রামে তার ‘এয়ারক্রাফট মেইনটেন্যান্স ল্যাব’ নামের ১৫ বর্গফুট আয়তনের একটি ল্যাব আছে। এলাকাবাসীর কাছে তিনি ‘খুদে বিজ্ঞানী’ ও ‘বিমানবিজ্ঞানী’ নামে পরিচিত। ২০১৬ সালে শুরু করে ড্রোন ও বিমানের ছয় শতাধিক মডেল তৈরি করেন তিনি। এরই মধ্যে তাকে সম্মানিত করেছে সামরিক বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাবেক এমপি ফারুক ঢাকায় গ্রেপ্তার

১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল যে জেলায়   

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামছেন হামজা-জামালরা

হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

সমুদ্রসৈকতে তিন দিন পড়ে ছিল বিপন্ন প্রজাতির ডলফিন

কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে

অভিনয় এখন আত্মপ্রদর্শন হয়ে দাঁড়িয়েছে: সজীব

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

১০

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

১১

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

১২

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

১৩

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

১৪

কটাক্ষের শিকার দীপিকা

১৫

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

১৬

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

১৭

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X