সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
দাম বৃদ্ধির প্রতিবাদ

স্থানীয় ও বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো চায়ের নিলাম বর্জন

চা বাগানের চিত্র। পুরোনো ছবি
চা বাগানের চিত্র। পুরোনো ছবি

চায়ের ন্যুনতম মূল্য বৃদ্ধির প্রতিবাদে নিলাম বর্জন করেছে স্থানীয় ও ব্র্যান্ডেড কোম্পানি ক্রেতারা। এ কারণে সোমবার (১৬ জুন) সকাল থেকে চট্টগ্রামে চায়ের আন্তর্জাতিক নিলামকেন্দ্রে সিংহভাগ চা-ই বিক্রি হয়নি। উদ্ভুত পরিস্থিতিতে ন্যূনতম নিলামমূল্য পর্যালোচনায় মঙ্গলবার (১৭ জুন) ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন বাংলাদেশ চা বোর্ড।

ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দাবি, চা বাগানগুলোকে সুরক্ষা দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। আমদানিতে ৮৯ শতাংশ শুল্ক আরোপ ছাড়াও স্বল্প সুদে ঋণ, রেশনসহ বিভিন্ন সুবিধার জন্য চা বাগানগুলোকে বিশেষ ছাড় দেয় সরকার। এরপরও রুগ্ন বাগানগুলোর কারণে দেশের চা খাতের সংকট বেড়ে গেছে।

সংকটে থাকা বাগানগুলোকে কার্যকর না করে উল্টো বছর বছর ন্যূনতম নিলামমূল্য বাড়ানো হচ্ছে। এতে বাগানগুলো সুযোগ-সুবিধা নিয়েও গুণগত মান বৃদ্ধিসহ উৎপাদন বাড়াতে মনোযোগী হচ্ছে না। অথচ নিলামের মূল পদ্ধতি পরিবর্তন করে ন্যূনতম মূল্য বাড়ানোর দিকেই হাঁটছে চা বোর্ড। এতে দেশে চায়ের ভোক্তারা চাপে পড়বে, পাশাপাশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বিপুল বিনিয়োগের পর বড় ধরণের লোকসানের মধ্যে পড়বে বলে জানিয়েছেন তারা।

ব্রোকার্স প্রতিষ্ঠানগুলোর দাবি, ঈদের পর সোমবার ৬ নম্বর নিলাম শুরু হয়। কিন্তু সকালে অধিকাংশ ক্রেতাই চা কেনা বন্ধ রাখে। চা বোর্ডের ন্যূনতম নিলামমূল্য পরিবর্তনের প্রতিবাদে নিলাম বর্জন করলেও ব্র্যান্ডেড কোম্পানিগুলো কিছু কিছু চা ক্রয় করেছে। শেষ পর্যন্ত দিন শেষে নিলামে ৫২ শতাংশ চা-ই নিলাম থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো। যদিও ঈদের আগে অনুষ্ঠিত ৫ নম্বর নিলামে ৭৫ শতাংশ চা কিনে নিয়েছিল ক্রেতারা। যদিও নিলামমূল্যের বাধ্যবাধকতায় শেষ বিকালে লিকার রেটিং কমিয়ে চা বিক্রির অভিযোগ তুলেছেন একাধিক ক্রেতা।

চা বোর্ডের নথি অনুযায়ী, ঈদের পরের নিলামগুলোতে চায়ের ন্যুনতম নিলামমূল্য লিকার রেটিং ভেদে কেজিপ্রতি সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ হিসাবে বাগান থেকে চা সরবরাহের পর ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো ৭টি গ্রেডে চায়ের লিকার রেটিং করবেন।

এই পদ্ধতিতে চায়ের মান-৫ এর মধ্যে ৪ ও ৪ প্লাস চায়ের দাম কেজিপ্রতি ৩০০ টাকা থেকে বাড়িয়ে সিলেট-চট্টগ্রামে ৩১৫ টাকা এবং বটলীফের ২৯০ টাকা করা হয়েছে। অন্যদিকে ৪ মাইনাস চায়ের দাম ২৮০ টাকা থেকে বেড়ে ৩০৫ (সিলেট-চট্টগ্রাম) ও ২৬০ (বটলীফ) টাকা, ৩ প্লাস প্লাস চায়ের দাম ২৭০ টাকা থেকে বেড়ে ২৯৫ ও ২৪০ টাকা, ৩ প্লাস চায়ের দাম ২৪৫ টাকা থেকে বেড়ে ২৮৫ ও ২৩০ টাকা, ৩ লিকার রেটিংয়ের চায়ের দাম ২৪৫ টাকা থেকে বেড়ে ২৭৫ ও ২১০ টাকা।

৩ মাইনাস লিকার রেটিংয়ের চায়ের দাম ২২৭ টাকা থেকে বেড়ে ২৬৫ ও ১৯৫ টাকা, ২ প্লাস চায়ের দাম ২১০ টাকা থেকে বেড়ে ২৫৫ টাকা ও ১৭৫ টাকা এবং সর্বনিম্ন স্তর ২ লিকার রেটিংয়ের চায়ের দাম ১৬০ টাকা থেকে বেড়ে সিলেট-চট্টগ্রামে ২৪৫ ও বটলীফে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) সহসভাপতি মোহাম্মদ ইউসুফ কালবেলাকে বলেন, চায়ের নিলামমূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতা প্রতিষ্ঠান চা ক্রয় না করে প্রতিবাদ জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার চা বোর্ডের সাথে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চায়ের ন্যূনতম নিলামমূল্য কমানো সাপেক্ষে নিলামে সক্রিয় অংশগ্রহণ বাড়বে বলে জানিয়েছেন তিনি।

ব্রোকার্স প্রতিষ্ঠানের ৬নং নিলাম প্রতিবেদন অনুযায়ী, সোমবার চট্টগ্রাম নিলামে সর্বমোট ১৯ লাখ ৭৮ হাজার ৩৮৫ কেজি চা বিক্রির জন্য প্রস্তাব করা হয়। আগের বছরের একই (৬ নং নিলাম) নিলামে চা প্রস্তাব করা হয়েছিল ১৫ লাখ ৩ হাজার ৩৩৭ কেজি। ৫ নং নিলামে চায়ের গড় মূল্য ছিল ২৪৪ টাকা। চা বোর্ডের নতুন নিয়মের ফলে ৬নং নিলামে চায়ের গড় মূল্য বেড়ে কেজিপ্রতি ২৫০ টাকা ছাড়িয়েছে। চায়ের মূল্যস্তর বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন না হলে আগামী নিলামগুলোতে চা ক্রয়ের হার আরও কমবে বলে আশঙ্কা করছেন ব্রোকার্স প্রতিষ্ঠান সহ খাত সংশ্লিষ্টরা।

চা খাতের একাধিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, দেশের নিলামের চায়ের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে আবুল খায়ের গ্রুপ, ইস্পাহানি, লিপটন (ইউনিলিভার), মেঘনা গ্রুপ, ফিনলে, ম্যাগনোলিয়া, সিটি, ওরিয়ন, টিকেসহ একাধিক শিল্প গ্রুপ।

ব্র্যান্ডেড এসব কোম্পানি বড় বায়ার হিসাবে পরিচিত থাকলেও শতাধিক স্থানীয় ছোট আকারের ক্রেতা প্রতিষ্ঠান ভালোমানের চায়ের পাশাপাশি পুরনো ও কয়েকটি নিলামে প্রত্যাখ্যাত চা ক্রয় করে। চায়ের নিলামমূল্য পুনঃনির্ধারণ করায় স্থানীয় ক্রেতারা নিষ্ক্রিয় হলে দেশের শীর্ষ চায়ের নিলাম বাজার অস্থিতিশীল হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।

দেশে বর্তমানে চায়ের তিনটি আন্তর্জাতিক নিলাম কেন্দ্র চালু রয়েছে। তবে দেড়শ বছরের পুরনো চট্টগ্রাম নিলামকেন্দ্রেই দেশের ১৭০টি বাগানের উৎপাদিত চায়ের ৯৫ শতাংশ বিক্রি হয়। অপর চা নিলাম কেন্দ্রটি হচ্ছে মৌলভীবাজারেরশ্রীমঙ্গলে। সম্প্রতি পঞ্চগড় জেলায় চায়ের তৃতীয় চা নিলামকেন্দ্র চালু হয়েছে। প্রতি সপ্তাহের সোমবার চট্টগ্রামে, মঙ্গলবার পঞ্চগড়ে এবং বুধবার শ্রীমঙ্গলে চায়ের নিলাম অনুষ্ঠিত হয়।

টিটিএবি’র সচিব বেবি দাশ জানান, চায়ের ন্যুনতম মূল্য বাড়ানোর প্রতিবাদে কিছু কিছু প্রতিষ্ঠান চা কিনতে চায়নি। দাম কমানো তারা বিক্ষোভের পাশাপাশি নিলাম থেকে উঠে যায়। তবে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং অনেকেই চা ক্রয় করে। তবে স্বাভাবিকের তুলনায় সোমবার চায়ের ক্রয়-বিক্রয় ছিল অনেক কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসন ও মঙ্গল কামনায় প্রার্থনা সভা

সরাসরি চুক্তিতে সিলেট যোগ দিলেন তারকা পেসার

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

১০

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

১১

শীতের শুরুতেই নিওরের স্কিনকেয়ার পণ্যের উচ্চ চাহিদা

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

১৪

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক

১৫

৭ ভূমিকম্পে কাঁপছে দেশ, কী চলছে মাটির নিচে

১৬

রামেকে দেশের প্রথম সাপে কাটা ওয়ার্ড চালু, এক মাসে মৃত্যু শূন্য

১৭

নারী উদ্যোক্তা তনিকে মানহানি, গ্রেপ্তার আকাশ কারাগারে 

১৮

ভূমিকম্পের বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

১৯

নিজের নির্বাচনী আসন ও দল নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

২০
X