নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ও বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রামের দ্বারিখৈড় গ্রামের মৃত আয়েজউদ্দিন মন্ডলের ছেলে আব্দুর রহমান মন্ডল (৫৬), গড়মাটি গ্রামের সাবেক সেনা সদস্য ডাবলু সরকারের ছেলে মাহমুদুল হাসান মনন (২২) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের লালন মিয়ার ছেলে আরিয়ান হোসেন আবির (২২)।
জানা গেছে, নিহত দুই বন্ধু মনন ও আবির রাজাপুর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মন্ডল মোটরসাইকেলে কয়েন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবাড়িয়া এলাকায় একটি রাশিয়ান ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এর আগে বুধবার রাতে মনন মোটরসাইকেলে আবিরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গড়মাটি রশিদ অটো রাইস মিল এলাকায় পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আবির ও মনন ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলীমুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন