যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন—দিনাজপুরের বাসিন্দা ও নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম, কুষ্টিয়ার বাসিন্দা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক নূর ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউস রোডে বিল্ডিং ফর ফরচুন লিমিটেড ডেভেলপার কোম্পানির ১০ তলা ভবনের একটি কাজ চলছে। ওই ভবনের কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেনসহ কয়েকজন। হঠাৎ পাঁচতলার কার্নিশ ভেঙে রোডের ওপর পড়লে তিনজন ঘটনাস্থলে মারা যান।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন