গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর বায়েজিদ মিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, বায়েজিদ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ভাদাম এলাকার শাজাহান আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভাদাম এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নামেন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বায়েজিদ। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। স্বজন ও এলাকাবাসী বায়েজিদকে উদ্ধারের জন্য টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। খোঁজাখুঁজির পর ওইদিন তার আর সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে তার মরদেহ ভাদাম এলাকায় ভেসে উঠে। ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের কাছে হস্তান্তর করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের দমকলকর্মী জোবায়দুল হক বলেন, উদ্ধার মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন