বগুড়ার আদমদিঘীর সান্তাহারে পুকুরে ডুবে রাসেল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌর শহরের দৈনিক বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রাসেল দৈনিক বাজারের বাবু হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় এ সময় পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার মা ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, পরিবারের সদস্যদের অগোচরে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে এ বিষয়ে নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।
মন্তব্য করুন