মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ছাত্রলীগের সমাবেশে পুলিশ কর্মকর্তা, সিলেটে তোলপাড়!

পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান সাগর। ছবি : সংগৃহীত
পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান সাগর। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর থেকে সরকারি কাজে সুনামগঞ্জের উদ্দেশে বের হয়ে ঢাকায় ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা (এএসআই)। তিনি হলেন ধর্মপাশা কোর্টের জিআরও (জেনারেল রেকর্ডস অফিস) এএসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান সাগর। সমাবেশে যোগ দেওয়ার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সিলেট পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে যোগদানের উদ্দেশে বাসে রওনা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সাদা টি-শার্ট, গলায় ঝুলানো চশমা ও হাতে ঘড়ি পরিহিত অবস্থায় নুরুজ্জামানকে বাসের সামনের সারির সিটে বসে থাকতে দেখা যায়। তার পাশের সিটে ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সদস্যসচিব তৈয়বুর রহমান রাজ। এর পিছনের সিটে ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে। এ ব্যাপারে দীপঙ্কর কান্তি দের সঙ্গে যোগাযোগ করতে চাইনলে বারবার ফোন কেটে দেন।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের একাধিক নেতা জানান, এএসআই নুরুজ্জামান সাগর ঢাকায় ছাত্রলীগের সমাবেশে ছিলেন।

এএসআই নুরুজ্জামান সাগর কালবেলাকে বলেন, আমি ডাক্তার দেখাতে ঢাকা গিয়েছিলাম। আমার বন্ধু সুনামগঞ্জ সদর শ্রমিক লীগ নেতা রাজ বলল, আমাদের সঙ্গে গেলে ভাড়াও লাগবে না, বিকেলে চলে আসবে। সরল মনে তিনি ছাত্রলীগের গাড়িতে করে গেছেন বলে জানান।

তৈয়বুর রহমান রাজের বক্তব্যে বেশ গড়মিল পাওয়া যায়। রাজ বলেন, পুলিশের এই সদস্য তিনি চিনেন না। ভাড়া গাড়িতে তারা ঢাকা গেলেও রাজ বলেন, তারা প্যাসাঞ্জারি গাড়িতে গেছেন।

সুনামগঞ্জ কোর্ট উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, এএসআই নুরুজ্জামান সাগর সুনামগঞ্জ সদর কোর্টে সরকারি কাজে সরকারিভাবে সুনামগঞ্জ গেছেন। ঢাকায় গিয়ে থাকলে আমার জানা নাই।

এ বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান কালবেলাকে বলেন, পুলিশের কোনো সদস্য এভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে যেতে পারে না। বিষয়টি এখন জানলাম। অবশ্যই তদন্তে প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগের সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার 

একই দলে মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম

ক্লিন ইমেজ আ.লীগ নেতাদের মনোনয়ন দেবে জাপা : মোস্তাফিজার রহমান

সেই ক্যাসিনো সেলিম এবার বিপুল সিসাসহ গ্রেপ্তার

আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না : কাদের সিদ্দিকী

যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫

বিশ্রামে বেন ডাকেট, ডাক পেলেন স্যাম কারান

নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগ

একযোগে ইসরায়েলকে হুঁশিয়ার করল কাতার-মিসর

সাতক্ষীরায় গণছুটিতে কর্মকর্তারা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

১০

ভারত ‘সরি’ বলুক, অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১১

জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

১২

আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক : জামায়াত নেতা

১৩

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

১৪

জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মুখ খুললেন রাশেদ খান

১৫

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

১৬

সার্ফারের ২ পা ছিড়ে নিল হাঙর, সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

১৭

ডলফিন রক্ষায় বন বিভাগের নতুন কার্যক্রম

১৮

‘ইমি-মেঘ মল্লার গণহত্যার সমর্থক ছিল’

১৯

নুরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস

২০
X