কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সিসিএসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

কক্সবাজারে সিসিএসের জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
কক্সবাজারে সিসিএসের জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কনসাস কনজ্যুমারর্স সোসাইটি (সিসিএস) কক্সবাজার জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বিএডিসি সেচ ভবনের কনফারেন্স রুমে এক পরিচিতি ও মতবিনিময় সভার মধ্য দিয়ে জেলা পর্যায়ে সিসিএসের কার্যক্রমের সূচনা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ওমর ফারুক এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মো. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় অসাধু ব্যবসায়ীরা নানা অনিয়মের মাধ্যমে ভোক্তাদের ঠকিয়ে চলেছে। এ অবস্থায় শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, দরকার ব্যাপক জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ। এ ক্ষেত্রে সিসিএস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে আইনগত কাঠামো ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসম্পৃক্ততা অপরিহার্য। সিসিএস সদস্যরা মাঠপর্যায়ে সচেতনতা সৃষ্টি করে প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ভোক্তারা কোথায় কোথায় প্রতারণার শিকার হচ্ছেন, সে সম্পর্কে আমাদের তথ্য রয়েছে। তবে জনবল সংকটের কারণে তা প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সিসিএসের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এসব কার্যক্রমে বড় সহায়ক হতে পারে।

সভায় জেলার নয়টি উপজেলা থেকে আগত সিসিএস সদস্যরা নিজ নিজ এলাকার ভোক্তা অধিকার পরিস্থিতি, সমস্যা এবং সমাধানের পথ তুলে ধরেন।

সভা শেষে জেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ওমর ফারুক আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি জানান, সিসিএস কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় কমিটি গঠন করে তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিশ্ব শিশু দিবস আজ 

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

১০

টিভিতে আজকের যত যত খেলা

১১

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১৩

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১৫

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৬

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৭

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৮

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৯

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

২০
X