রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার । ছবি : কালবেলা
রূপগঞ্জে জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার । ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন কেরাবো এলাকা থেকে জামায়াতের নারায়ণগঞ্জ জেলা আমির মো. মমিনুল হক সরকারসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কাঞ্চন ইউনিয়নের কেরাবোর দেওয়ান বাড়ির মসজিদ থেকে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভোলাব তদন্তের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে ১৫ জনকে আসামি রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও ফতুল্লার থানার মৃত হাজী মাতবর আলীর ছেলে মমিনুল হক (৭০), রূপগঞ্জ থানা জামায়াতের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে মাহফুজুল ইসলাম (৫৩), রূপগঞ্জ থানা জামায়াতের সদস্য ও উপজেলার বাঘবেড় বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৩), ভোলাব চারিতালুক এলাকার হামিদ মাতবরের ছেলে জামায়াত নেতা দেলোয়ার হোসেন (৫৩), দেবই এলাকার আব্দুল মজিদের ছেলে জামায়াত নেতা রকিবুজ্জামান (৫১), কাজিরবাগ এলাকার গণি মিয়ার ছেলে জামায়াত নেতা জাকির হাসান (৪২), টাওড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে জামায়াত নেতা শহিদুল্লাহ (৩২), চারিতালুক এলাকার কালু মিয়ার ছেলে জামায়াত নেতা শহিদুল্লাহ (৬৩), কালনী এলাকার মৃত আবদুল সিদ্দিকের ছেলে জামায়াত নেতা মজিবুর রহমান (৫৭), কাঞ্চন এলাকার শহর আলীর ছেলে জামায়াত নেতা আবদুস সাত্তার (৬৫), বাঘবেড় এলাকার ওসমান আলীর ছেলে জামায়াত নেতা মোহাম্মদ ইস্রাফিল, কাঞ্চন এলাকার নজরুল ইসলামের ছেলে জামায়াত নেতা অ্যাডভোকেট ওসমান আলী খান, বৈলদা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে জামায়াত নেতা নূর আলম (৫১), তিন ওলুপ এলাকার মৃত ইউনূস আলীর ছেলে জামায়াত নেতা শহিদুল্লাহ, বাঘবেড় এলাকার সুলতান উদ্দিনের ছেলে জামায়াত নেতা খায়রুল ইসলাম।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার পুলিশ জানতে পারে কেরাবো এলাকায় দেওয়ান বাড়ির মসজিদের সামনে ফাঁকা জায়গায় জামায়াত নেতাকর্মীরা রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও নাশকতার সৃষ্টির প্রস্তুতি গ্রহণ করছে। এ সময় ৭টার ৪৫ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পালানো চেষ্টা চালায়। পরবর্তীতে পালানোর চেষ্টাকালে পুলিশ জেলা জামায়াতের আমির মমিনুল হকসহ ১৫ জন জামায়াত নেতাকর্মীরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ৪ মোটরসাইকেল, লাল কস্টেপে মোড়ানো ২০টি ককটেল, ২৪টি বাঁশের লাঠি, ৮ ইসলামিক বই উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃত ১৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মো. মমিনুল হক সরকার ও অ্যাডভোকেট ইস্রাফিলসহ গতকাল সন্ধায় রূপগঞ্জ উপজেলার কেরাবো এলাকা থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্যদের এক জরুরি বৈঠকে এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অনতিবিলম্বে জেলা আমিরসহ নেতাদের মুক্তির দাবি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

১৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

অ্যাপ্লায়েন্স বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

১০

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

১১

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

১২

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

১৩

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

১৪

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

১৫

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

১৬

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

১৭

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১৮

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১৯

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

২০
X