ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৪:২৫ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

স্ত্রী ও দুই সন্তান হারিয়ে শোকে কাতর রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
স্ত্রী ও দুই সন্তান হারিয়ে শোকে কাতর রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর স্বামী রফিকুল ইসলামের অভিযোগ, তার ছোট ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনার পর থেকে রফিকুলে ছোট ভাই নজরুল ইসলাম পলাতক।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের টিঅ্যান্ডটি রোডের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতরা হলেন ময়না আক্তার (৩২), সাত বছর বয়সী মেয়ে রাইসা আক্তার ও দুই বছরের ছেলে নীরব হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে টিঅ্যান্ডটি রোডের ওই বাসাটি ভাড়া নেন পোশাক শ্রমিক রফিকুল ইসলাম। স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি। রফিকুল কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামের বাসিন্দা। ভাড়া নেওয়ার পর তার সঙ্গে দুই সন্তানসহ স্ত্রী ও ছোট ভাই নজরুল ইসলাম ওই বাসায় ওঠেন।

রফিকুল ইসলাম জানান, কারখানায় রাতে ডিউটি শেষে সকাল ৯টার দিকে বাসার সামনে গিয়ে দেখেন বারান্দার গ্রিলের দরজায় তালা দেওয়া। স্ত্রীকে ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে।

রফিকুল ইসলামের বাসার পাশে ভাড়াটিয়া ছলমা জাহান জানান, তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে রান্নার কাজ করেন। গতকাল রাতে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু বৃষ্টির কারণে সন্দেহজনক কোনো শব্দ শুনতে পাননি তিনি।

ছোট ভাই নজরুল ইসলামকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘আমার বউ-বাচ্চারে আমার ছোট ভাই খুন করছে। কিন্তু কী কারণে হত্যা করল বুঝতাছি না। ৪০ হাজার টাকা ঋণ করে ভাইকে জামিনে আনছিলাম। সে মার্ডার মামলায় জেল খাটছে।’

রফিকুল ইসলাম বলেন, ‘নজরুল অটো চালাইয়া ৫-৬ হাজার ট্যাকা কামাইতো। একলা সংসারডা টানতে কষ্ট অইত, তাই কামাই বাড়াইতে তাগদা দিতাম। কিন্তু আমার সংসারটা সে একেবারে শেষ কইরা দিল। ভাইটারে আগলে রাখতে চাইছিলাম, সে-ই আমার সাজানো সংসার তছনছ করে দিল।’

নিহত ময়নার বড় বোন নাজমা আক্তার বলেন, ‘ছোডু বেলায় আমার বাপ মরছে, খুব কষ্ট কইরা আমরা বড় অইছি। আমগোর সন্দেহ তার (বোনের) দেউরে মারছে, আমরা তার ফাঁসি চাই।’

পুলিশ জানায়, বাড়িটির যে কক্ষে নজরুল থাকতেন, সেটির খাটের নিচ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নজরুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি হত্যা মামলায় ২ বছরের বেশি সময় জেল খাটার পর আড়াই মাস আগে জামিনে বের হয়। বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন নজরুল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস কালবেলোকে বলেন, গৃহবধূ ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করছি, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের দেবরের সংশ্লিষ্টতা থাকতে পারে। অপরাধীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রেডিট কার্ড নিতে চান? জেনে নিন কী কী কাগজপত্র দরকার, কারা পাবেন

জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে : ডা. জাহিদ

আমাদের সকলে মিলেই সফল হতে হবে : আলী রিয়াজ

১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের ঘোষণা ঢাবি উপাচার্যের

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, কীভাবে নিরাপদ থাকবেন

‘সিআইডি’ তারকাদের পারিশ্রমিক, কে কত পান?

ঘুষ দিয়ে পিয়নের চাকরি, বেতন না পেয়ে যুবকের কাণ্ড

গবেষণা / সঙ্গী খোঁজা, মিলনে আগ্রহ হারিয়ে ফেলছে মাছেরা 

পালমার শেখালেন কখনো কখনো ছেড়ে যাওয়াটাই উত্তম

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, আশুলিয়ায় কেন্দ্রপ্রধান বরখাস্ত

১০

বনানীতে পথশিশুকে ধর্ষণ

১১

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে

১২

ঢাকাতেই এসিসি বার্ষিক সভা, ভারতকেও আশা করছে বিসিবি

১৩

ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাংক, অতঃপর...

১৪

এপেক্স নিয়ে এলো শিশুদের জন্য অনন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫

গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের পরিকল্পনা

১৬

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার বাংলাদেশ

১৭

কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

১৮

সন্তান প্রসবের আগে জেনেছেন তিনি অন্তঃসত্ত্বা

১৯

টেস্ট অধিনায়কত্বে আগ্রহী তাইজুল

২০
X