রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পদযাত্রা নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : কালবেলা
রাজবাড়ীতে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : কালবেলা

রাজবাড়ীতে ১৭ জুলাই এনসিপির পদযাত্রা উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের পৌর মার্কেটের ২য় তলায় এনসিপির জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলার সদস্য আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ১৭ জুলাই রাজবাড়ী জেলায় পদযাত্রায় আসছেন। আমরা রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের উদ্দেশে বলতে চাই- চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পরাজিত করার জন্য বাংলার ছাত্র-জনতা যেভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সেই উদ্যম, তাদের সেই ত্যাগ, তাদের সেই অংশগ্রহণই আমাদের চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, আমাদের বলতে দ্বিধা নেই যে এই বিপ্লবের দল-মত-নির্বিশেষে ধর্ম, বর্ণ, সংস্কৃতি, কৃষক, শ্রমিক, রিকশা, ভ্যানচালক এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ও অংশগ্রহণ ছিল। পুরো দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে দুর্বার দেয়াল গড়ে তুলেছিল আমাদের রাজবাড়ীর সাহসী জুলাই যোদ্ধারা। বিজয় অর্জনের পর অনেক জুলাই যোদ্ধারা রাজনৈতিক মতাদর্শের কারণে দলছুট হলেও দেশের অস্তিত্বের প্রশ্নে এই বিপ্লবীরা এক এবং অভিন্ন। আর যেই বীরদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ নির্মলের লড়ায়ে নেমেছিলাম তাদের আগমন উপলক্ষে বিপ্লবী স্বাগতম জানাতে আমরা আবারও এক ও অভিন্ন হতে চাই।

তিনি বলেন, প্রিয় বিপ্লবী যোদ্ধারা আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই- ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদ ব্যবস্থাপনার এখনো পতন হয়নি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এখনো তাদের বিচরণ চোখে পড়ার মতন। এজন্যই আমাদের স্বপ্নের বাংলাদেশকে জনতার চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হলে আমাদের একত্রিত হয়ে কাজ করা কোন বিকল্প নেই। দেশ গড়ার এই নতুন উদ্যোগে আমরা রাজবাড়ী বাসী স্বতঃস্পূর্ত অংশগ্রহণ চাই।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আগমন করবেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমাদের রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বিকেল ৩টায় পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের এই পদযাত্রায় ১২ থেকে ১৪ হাজার লোকের সমাগম হবে। এই পদযাত্রার নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, নাসিরউদ্দিনের পাটোয়ারীসহ কেন্দ্রীয় সব নেতারা থাকবেন।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি আমরা দেখি, আমাদের চোখে পড়ে। হয়ত নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী আমাদেরকে হুমকি দেওয়ার জন্য কিছু বলতে চায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা একটা দল। বিপ্লবী জনতা আমাদের পাশে আছে, সর্বস্তরের মানুষ আমাদের পাশে আছে। আমরা কোনো ধরনের হুমকিতে ভীত নই।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর এনসিপির সদস্য অ্যাড. নাজমুল হক, আল আজম, আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জি. গাজী জাহিদ হাসান, পলাশ খান আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সদস্য সচিব, মো. সাঈদুজ্জামান সাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১০

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১১

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৩

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৪

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১৫

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১৬

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১৭

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৮

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৯

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

২০
X