রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পদযাত্রা নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : কালবেলা
রাজবাড়ীতে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : কালবেলা

রাজবাড়ীতে ১৭ জুলাই এনসিপির পদযাত্রা উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের পৌর মার্কেটের ২য় তলায় এনসিপির জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলার সদস্য আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ১৭ জুলাই রাজবাড়ী জেলায় পদযাত্রায় আসছেন। আমরা রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের উদ্দেশে বলতে চাই- চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পরাজিত করার জন্য বাংলার ছাত্র-জনতা যেভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সেই উদ্যম, তাদের সেই ত্যাগ, তাদের সেই অংশগ্রহণই আমাদের চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, আমাদের বলতে দ্বিধা নেই যে এই বিপ্লবের দল-মত-নির্বিশেষে ধর্ম, বর্ণ, সংস্কৃতি, কৃষক, শ্রমিক, রিকশা, ভ্যানচালক এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ও অংশগ্রহণ ছিল। পুরো দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে দুর্বার দেয়াল গড়ে তুলেছিল আমাদের রাজবাড়ীর সাহসী জুলাই যোদ্ধারা। বিজয় অর্জনের পর অনেক জুলাই যোদ্ধারা রাজনৈতিক মতাদর্শের কারণে দলছুট হলেও দেশের অস্তিত্বের প্রশ্নে এই বিপ্লবীরা এক এবং অভিন্ন। আর যেই বীরদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ নির্মলের লড়ায়ে নেমেছিলাম তাদের আগমন উপলক্ষে বিপ্লবী স্বাগতম জানাতে আমরা আবারও এক ও অভিন্ন হতে চাই।

তিনি বলেন, প্রিয় বিপ্লবী যোদ্ধারা আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই- ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদ ব্যবস্থাপনার এখনো পতন হয়নি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এখনো তাদের বিচরণ চোখে পড়ার মতন। এজন্যই আমাদের স্বপ্নের বাংলাদেশকে জনতার চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হলে আমাদের একত্রিত হয়ে কাজ করা কোন বিকল্প নেই। দেশ গড়ার এই নতুন উদ্যোগে আমরা রাজবাড়ী বাসী স্বতঃস্পূর্ত অংশগ্রহণ চাই।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আগমন করবেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমাদের রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বিকেল ৩টায় পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের এই পদযাত্রায় ১২ থেকে ১৪ হাজার লোকের সমাগম হবে। এই পদযাত্রার নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, নাসিরউদ্দিনের পাটোয়ারীসহ কেন্দ্রীয় সব নেতারা থাকবেন।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি আমরা দেখি, আমাদের চোখে পড়ে। হয়ত নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী আমাদেরকে হুমকি দেওয়ার জন্য কিছু বলতে চায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা একটা দল। বিপ্লবী জনতা আমাদের পাশে আছে, সর্বস্তরের মানুষ আমাদের পাশে আছে। আমরা কোনো ধরনের হুমকিতে ভীত নই।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর এনসিপির সদস্য অ্যাড. নাজমুল হক, আল আজম, আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জি. গাজী জাহিদ হাসান, পলাশ খান আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সদস্য সচিব, মো. সাঈদুজ্জামান সাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুতে ৮ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

রাকসু নির্বাচন / শের-ই বাংলা হলের ফল ঘোষণা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১০

সেমিফাইনালে থামলেন জারিফ

১১

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

১২

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

১৩

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১৪

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১৫

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

১৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

১৭

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

১৯

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

২০
X