গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন উপজেলার কীর্তুনিয়া গ্রামের মালেক ভুঁইয়ার ছেলে। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।
অভিযুক্ত আসাদুল্লাহ একই গ্রামের বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল কালবেলাকে বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন