কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

১৬ একরের এই পদ্মবিলে পর্যটকই ‘অভিশাপ’

পদ্মে সেজেছে গোসাইস্থল। ছবি : কালবেলা
পদ্মে সেজেছে গোসাইস্থল। ছবি : কালবেলা

প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন গোসাইস্থল পদ্মবিল আজ হুমকির মুখে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামে অবস্থিত প্রায় ১৬ একরজুড়ে বিস্তৃত এ বিল যেন একখণ্ড জীবন্ত স্বর্গ। বিলজুড়ে ছড়িয়ে থাকা নীল, সাদা ও হলুদ পদ্মফুলের নয়নাভিরাম দৃশ্য, সঙ্গে সাদা ও নীল শাপলার মোহনীয় উপস্থিতি এখানে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ।

প্রতিদিন শত শত দর্শনার্থী এই মনোরম দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন। কেউ আসছেন পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রাকৃতিক নিসর্গের খোঁজে একান্ত একাকী ভ্রমণে। তবে এই ভিড়ই এখন পদ্মবিলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অসচেতন পর্যটক আর নজরদারির অভাব—প্রাকৃতিক ভারসাম্য নষ্টের মূল কারণ।

সরেজমিনে দেখা গেছে, অনেক দর্শনার্থী পদ্মফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, কেউ কেউ নৌকা থেকে নেমে পানিতে নেমে গাছ ভেঙে ফেলছেন। এমন কর্মকাণ্ডে ধীরে ধীরে বিলটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। দর্শনার্থীদের অনিয়ন্ত্রিত চলাচল, আবর্জনা ফেলা এবং অপর্যাপ্ত নৌকার কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পদ্মবিলের এই অনন্য সৌন্দর্য ধরে রাখতে হলে এখনই প্রয়োজন সুনির্দিষ্ট ব্যবস্থা।

বাড়াই গ্রামের বাসিন্দা আল-আমিন বলেন, ‘এই বিলটা আমাদের গর্ব। কিন্তু এখন অনেকেই আসে, ফুল ছিঁড়ে নিয়ে যায়, কেউ কেউ পানিতে নেমে গাছ ভেঙে ফেলে। দেখার কেউ নেই। এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর কিছুই থাকবে না।’

নোয়ামুড়া গ্রামের বাসিন্দা বাছির মিয়া বলেন, ‘আমরা চাই বিলটা বাঁচুক। কিন্তু কেউ নিয়ম মানছে না। প্রশাসনের নজরদারি দরকার। ফুলতো ফুটবে, কিন্তু মানুষ যদি এমনভাবে নষ্ট করে, তাহলে আমাদের পরের প্রজন্ম শুধু গল্প শুনবে।’

এ বিষয়ে কসবা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, ‘গোসাইস্থল পদ্মবিল আমাদের এলাকার এক অসাধারণ প্রাকৃতিক সম্পদ। ইতিমধ্যে আমরা ফুল ছেঁড়াসহ যেকোনো অনিয়ম রোধে নিয়মিত নজরদারি শুরু করেছি। পর্যটকদের জন্য সচেতনতামূলক নির্দেশনা বোর্ড বসানো, স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নৌকা চলাচলে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা নিয়েছি।’

তিনি বলেন, ‘এই বিল রক্ষায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিক। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। সবাইকে অনুরোধ করব—পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ধ্বংস নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা খালাস পাবেন বলে মনে করেন আইনজীবী

এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে : ফারুক

কথাকাটাকাটির জেরে হাতাহাতি, সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বিয়ে করতে দিতে হবে মোটা অঙ্কের কাবিন, প্রেমিকের কাণ্ড

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ইয়ারবাড পরিষ্কার করার ৫ সহজ ও কার্যকর উপায়

‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

সল্ট-ব্রুকের তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়

১১

সেই বাংলাদেশি পর্নো তারকা যুগল নিয়ে যে তথ্য দিল সিআইডি

১২

আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর

১৩

ফরিদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

মায়ের অনুপস্থিতিতে দীপাবলিতে বাড়ি সাজাল শুভশ্রী কন্যা

১৫

ত্রিশালে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠানের ভেন্যুতে একাধিক ককটেল বিস্ফোরণ

১৭

প্রধান উপদেষ্টার কাছে ছেলে হত্যার বিচার চাইলেন জুবায়েদের বাবা

১৮

নির্বাচনে সেনাবাহিনী যে ক্ষমতায় থাকবে, জানালেন ইসি সচিব

১৯

জবি শিক্ষার্থী হত্যা : অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা 

২০
X