কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ভাগ্য বদলে দিল কেঁচো

কেঁচো সার উৎপাদনে ব্যস্ত উদ্যোক্তা। ছবি : কালবেলা
কেঁচো সার উৎপাদনে ব্যস্ত উদ্যোক্তা। ছবি : কালবেলা

কেঁচো নাম শুনলেই গায়ে কাঁটা দেয় এমন কথা বলে থাকেন অনেকই। তবে সেই কেঁচোতে নির্ভর করেই এক তরুণের ভাগ্য বদলে গেছে। শুধু ভালো রোজগার করছেন এমনটাই নয়, এই তরুণ উদ্যোক্তার উৎপাদিত ভার্মিকম্পোষ্ট এতটাই পরিবেশবান্ধব যে তার কেঁচো সার ব্যবহার করে কৃষিতেও লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী নাচনাপাড়া এলাকার কলেজ পড়ুয়া চিন্ময় রায় একজন তরুণ উদ্যোক্তা। কৃষি বিভাগ থেকে এসএসিপির প্রশিক্ষণ পেয়ে শুরুতে স্বল্প পরিসরে শেড তৈরি করেন তিনি।

পরে নিজ গোয়াল থেকেই গরুর কাঁচা গোবর সংগ্রহ করে পদ্ধতিগত মিশ্রণের পর সেখানে ছেড়ে দেন রেড উইগলার প্রজাতির কেঁচো। আর তা থেকেই শুরু হয় এই তরুণের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।

প্রথমে পরিবারের সহযোগিতায় উৎপাদন শুরু হলেও এখন তার কেঁচো সার উৎপাদন খামারে কাজ করেন চারজন শ্রমিক। আর এখন অন্তত অর্ধশতাধিক শেডেই প্রতিদিন উৎপাদন হচ্ছে বিষমুক্ত ভার্মিকম্পোষ্ট সার, যা রাসায়নিক সারের চেয়ে কয়েকগুণ ক্ষমতাসম্পন্ন।

এখন চিন্ময়ের বাণিজ্যিক খামার থেকে খুদ্র চাষিসহ পরিবহনযোগে শত শত মন কেঁচো সার কিনে নেন ফসল উৎপাদনকারীরা। খামার থেকে সার নিতে আসা বিধান চন্দ্র জানান, তার ছাদ বাগানসহ বেশ কয়েকটি ছোট বড় ফলজ বাগান রয়েছে। এ ছাড়া স্বল্প পরিসরে সবজি উৎপাদনও করেন তিনি। আগে রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করলেও একন প্রাকৃতিক কেঁচো সার ব্যবহার করছেন। এতে বিষমুক্ত ফসল ফলাতে পারছেন। আর মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে চিন্ময়ের খামারে শ্রমের বিনিময়ে অর্থ নেওয়ার পাশাপাশি নিচ্ছেন প্রশিক্ষণ। শ্রমজীবীরা বলছেন, এই সার উৎপাদনে খরচ কম আর লোকশানের ঝুঁকি না থাকায় তারাও ঝুঁকছেন শেড তৈরির দিকে।

খামারের শ্রমিক শ্যামল ও সমীর জানান, তারা কাজের পাশাপাশি ধীরে ধীরে ছোট উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে শেড তৈরির কাজ শুরু করেছেন। এতে কোনো লোকসানের ঝুঁকি না থাকায় খুব শিগগিরই সার উৎপাদন কার্যক্রম শুরু করবেন দুজন।

চিন্ময় বলেন, সার উৎপাদনে বিপ্লব ঘটাতে চাই আমি। রাসায়নিক সার ব্যবহার থেকে কৃষকদের সরিয়ে নেওয়ায় আমার লক্ষ্য। আমি চাচ্ছি কম বেশি সবাই যেন এই সার উৎপাদন করে। অন্তত নিজ ফসলের ক্ষেতের জন্য হলেও এখনই উদ্যোগ নেওয়া উচিৎ। আপাতত আমার মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় হচ্ছে। আমি আমার পরিবারে এখন অনেক ভূমিকা রাখতে পারছি।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, চিন্ময়কে আমরা প্রথমে এসএসিপির মাধ্যমে প্রদর্শনী দিয়ে শেড দিই। চিন্ময়ের খামার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রাবন্দরে কৃষিতে তার শতাধিক মণ সার বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল স্বাভাবিক

কোয়াব নির্বাচনের পর চূড়ান্ত পদ তালিকা: কে পেলেন কোন পদ?

অস্থিরতার মধ্যে দেশত্যাগ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন সোহেল, রাজি না হওয়ায় হত্যা

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ রোববার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

সুখবর পেলেন পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খান

পাহাড়িয়াদের ঘরছাড়া করার পরিকল্পনা ভেস্তে গেছে, হচ্ছে না ভোজ

পাকিস্তানে রাজনৈতিক দলের জনসভায় বোমা হামলা, নিহত ১৫

জাগপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামায়াত নেতারা

১০

নির্বাচনী জোয়ারে আ.লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর 

১১

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

১২

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৩

বিচারকের সামনে সাংবাদিক মারধরে জড়িত আইনজীবীদের বিচারের দাবি সিআরইউর 

১৪

নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রই রুখে দিতে হবে : নীরব

১৫

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গোলাম পরওয়ার

১৬

রাকসু ঘিরে সরগরম ক্যাম্পাস, জয়-পরাজয়ের ৪ ফ্যাক্টর

১৭

ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, সম্পাদক তামান্না

১৮

সাংবাদিক নেতা কাদের গণির বড় ভাইয়ের মৃত্যু

১৯

যে ৬ ভুলের কারণে ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা কমে

২০
X