রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে : জামায়াত আমির

রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না, আর ঘুষের জন্য হাত বাড়ালে তার হাত অবশ করে দেওয়া হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় এসে এসব কথা বলেন তিনি।

এর আগে ঢাকায় জামায়াতের সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলমের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য রংপুরে আসেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দলের কেউ সরকারি প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর সামলাব, তারপর বাহির সামলাব। এক দেশে দুই আইন চলবে না। আমরা যদি না নিই, কাউকেও নিতে দেব না।

তিনি আরও বলেন, আমরা গর্জন করব সংসদের ভেতরে, গর্জন করব রাজপথে, আর তা আপনাদের সঙ্গে নিয়ে। যারা রাজনীতিতে আসবেন, তাদের বলব, দয়া করে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। এটি জঘন্য অপরাধ। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছেন, তাদের বলব, ভিক্ষা অনেক বেশি সম্মানজনক।

অভিজাত শ্রেণির জন্য জামায়াতের লড়াই নয় জানিয়ে জামায়াতের এ শীর্ষনেতা বলেন, অভিজাত শ্রেণির জন্য লড়াই করব না। অভিজাত শ্রেণির জন্য লড়াই আমার করা লাগবে না কারণ ওরা ওদের স্বার্থ খুব ভালো বোঝে। আমরা লড়াই করব খেটে-খাওয়া কৃষক ভাইয়ের জন্য, শ্রমিক ভাই-বোনদের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, পরিচ্ছন্নতা কর্মী যাদের আমরা অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য।

শফিকুর রহমান আরও বলেন, যে দিকে তাকাই, শুধু অপরাধ আর অপরাধই দেখতে পাই। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সারা দেশ। এসব কালো পর্দা আমরা ছিঁড়ে খানখান করে ফেলব। এমন তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ফরজ গোসল দেরিতে করলে কী হয়? যা বলছেন আলেমরা

স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, আটক ২

চার বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা

২০২৬ সালের ডিভি লটারিতে বাংলাদেশের নাম থাকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার

কাল সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল

নানা বাড়ির ছাদের কার্নিশে পড়ে ছিল স্কুলছাত্রের মরদেহ 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

নতুন সাজে নুসরাত ফারিয়া

রংপুরে ‘তিস্তার ডাক’ কর্মসূচি / নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

১০

প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে বৃহস্পতিবার

১১

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ / আসন্ন নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

১২

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

১৩

‘নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছে ভারতীয় জেলেরা’

১৪

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান

১৫

নির্বাচনের আগে সহিংসতা হলে কঠোর সিদ্ধান্ত, জানাল ইসি

১৬

কিয়েভে রুশ হামলায় শিশুসহ নিহত ৬

১৭

কী থাকছে ‘পারফেক্ট ওয়াইফ’-এ

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

১৯

শুভশ্রীর নতুন 

২০
X