বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়ে। ছবি : কালবেলা
বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়ে। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে অতিরিক্ত পানির চাপে কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। এতে শেরপুর ও ধুনট উপজেলার অন্তত ১২টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। এই বাঁধের ওপর দিয়েই এসব এলাকার মানুষ চলাচল করতেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামে প্রায় ৫০ ফুট বাঁধ পানির স্রোতে ভেসে যায়।

পাশাপাশি সড়কের পাশের গাছপালা ও দোকানঘর ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাঁধ সংস্কারের সময় অপরিকল্পিতভাবে প্লাস্টিকের পাইপ বসানো হয়েছিল। ওই পাইপ দিয়ে দক্ষিণ পাশে পানি প্রবাহিত হওয়ার সময় বাঁধটি ধসে পড়ে।

শুক্রবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, ভাঙা বাঁধের দুই পাশে ভিড় করে আছেন এলাকাবাসী। চককল্যাণী গ্রামের আবুল কাশেমসহ একাধিক কৃষক বলেন, বর্ষার সময় এই বাঁধ সংস্কার পরিকল্পনাই ছিল ‘অপরিকল্পিত। শুষ্ক মৌসুমে কাজটি করা হলে বাঁধ ধসের ঘটনা ঘটত না, সরকারের টাকাও অপচয় হতো না।

জানা যায়, আগে প্রতি বছর বন্যা হতো, ফলে নদীর পানি কাটাখালী খাল দিয়ে প্রবেশ করে বিলজয় সাগর, জয়লা, আওলাকান্দি, জালশুকা, কইগাতী, যুগিগতি, রুদ্রবাড়িয়াসহ আশেপাশের সকল এলাকায় বন্যা হয়ে যাওয়ার কারণে তারা জমিতে চাষাবাদ করতে পারতেন না। সেখানে পাকিস্তানি আমলে চক কল্যাণী গ্রামে প্রায় ১০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল। বিগত ৩০ বছর আগে সে বাঁধ ভেঙে গিয়ে দুর্ভোগে পড়েছিল ওই এলাকার হাজার হাজার মানুষ। পরে এলাকার মানুষ সরকারি সহায়তায় চক কল্যাণী গ্রামে একটি বাঁধ নির্মাণ করে। হঠাৎই সেই পাইপের মুখ বন্ধ থাকায় চলতি মৌসুমে অতি বর্ষণের কারণে বাঁধের দক্ষিণ অংশে পানি জমে যায়। অতিরিক্ত পানির চাপ ধরে রাখতে না পারায় বৃহস্পতিবার বাধটি ভেঙে যায়।

ভাঙন এলাকার বাসিন্দারা বলেন, কাটাখালী বাঁধে একটি সুইচগেট নির্মাণের জন্য বেশ কিছুদিন আগে আমরা মানববন্ধন করেছিলাম। এমনকি পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত বিষয়টি অবগত করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখনো তার কোনো কার্যক্রম শুরু হয়নি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করে স্বাভাবিক চলাচল ও নির্বিঘ্নে বসবাসের ব্যবস্থা করা হয়।

চককল্যাণী গ্রামের আমিনুর রহমান বলেন, বাঁধ ধসে সুঘাট ইউনিয়নের চকধলী, চককল্যাণী, কল্যাণী, জয়নগর, জয়লাজুয়ান, বেলগাছি, জোড়গাছা ও আউলাকান্দির সঙ্গে ধুনট উপজেলার পেঁচিবাড়ি, জালশুকা, বিশ্বহরিগাছা ও ভ্রমণগাথি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কৃষকরা হাটে ফসল তুলতে না পেরে বিপাকে পড়েছেন। এতে রোগীদের হাসপাতালে নেওয়া নিয়েও বিপাকে পড়ছেন মানুষজন।

স্থানীয় ব্যবসায়ী হায়দার আলী বলেন, ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত বাঁধের দক্ষিণ পাশের ফসলি জমির জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য বাঁধের মধ্যে প্লাস্টিকের পাইপ বসানো হয়। গতকাল সন্ধ্যায় ওই পাইপ দিয়ে পানি প্রবাহ শুরু হলে বাঁধটি ধসে পড়ে।

শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল জব্বার বলেন, বাঁধ সংস্কারে কোনো অনিয়ম হয়নি। ২০২৪-২৫ অর্থবছরের কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্প থেকে দুই কিস্তিতে ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। খরচ হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

সুঘাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরনবী মণ্ডল বলেন, গত মার্চে কাজ শুরু হলে বর্ষায় বাঁধটি ধসে যেত না। অপরিকল্পিতভাবে কাজ করায় এ অবস্থা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান কালবেলাকে বলেন, কাটাখালির ওই বাঁধ ভাঙনের খবর পেয়েছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে যেন দ্রুত সবকিছুর ব্যবস্থা করা হয়। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিয়ের খাবার খেয়ে গেলেন অন্য বরযাত্রীরা

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

গ্লোবাল একাডেমিক নেতাদের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের আলোচনা

বিল গেটস স্কলারশিপে আবেদন চলছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ

ব্যস্ত রাস্তায় পড়ল বিমান, দাউদাউ আগুনে নিহত ২

‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ নামে শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

পুরোনো সিস্টেমে দেশকে আর চলতে দেব না : নাহিদ 

ইরানের আইআরজিসি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি কেমন

১০

পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী

১১

ভোলার ১০ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

১২

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী

১৩

দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে : মির্জা ফখরুল 

১৪

এশিয়া কাপের আগে নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি

১৫

কী কারণে ‘বেলুন’ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

১৬

ইউটিউব নিয়ে এলো চমকপ্রদ নতুন এআই ফিচার

১৭

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

১৮

নটর ডেম কলেজে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ

১৯

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে ১০ জেলায় হতে পারে ঝড় 

২০
X