চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ নয়, ওয়াসিম আকরাম : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে দেশের প্রথম শহীদ হিসেবে আবু সাঈদ নয়, ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, আমি শহীদ আবু সাঈদের অবদান কখনোই অস্বীকার করি না। তবে ঘটনার নিরিখে যদি সময় অনুযায়ী বিচার করি, তাহলে প্রথম শহীদ হচ্ছেন ছাত্রদলের ওয়াসিম আকরাম। তিনি ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আর আবু সাঈদের মৃত্যুর সময় রাত।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবীদের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ওয়াসিম আন্দোলনের সাহসী সৈনিক। মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুরে গিয়ে ওয়াসিম আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সেই ছবি আজও আমার কাছে আছে। আমরা যখন কারাগারে ছিলাম, তখন ব্যক্তিগত কোনো কারণে নয়, আন্দোলনের কারণেই ছিলাম। এসব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওয়াসিমের নাম না থাকায় সেখানে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের কোনো ছবি বা নাম ছিল না। আমি তখনই বলেছি, যেখানে শহীদ ওয়াসিম নেই, আমি সেখানে যাই না। ইতিহাস বিকৃতি আমি মেনে নিতে পারি না।

মেয়র বলেন, শেখ হাসিনা পালিয়ে না গেলেও ১৬ বছর বিএনপি যেভাবে আন্দোলন করেছিল, সেভাবে তারা তাদের আন্দোলন চলমান রাখত। ৮৬ সালেও ছাত্র-জনতা কঠোর আন্দোলন করেছিল। সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করি, তারেক রহমানে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, ফলে আগামীতে বিএনপির নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় আসবে। আগামীতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন করা হবে।

ডা. শাহাদাত বলেন, ওয়াসিম আকরামের নামে একটা ফ্লাইওভার হয়েছে। সিটি করপোরেশন থেকে একটি পার্ক করা হবে। ওয়াসিম আকরামরা সারা দেশের মানুষের মনে থাকবে। ওয়াসিমের মতো শহীদদের স্মৃতি ধরে রাখাটাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সমাবেশে বিএনপি, ডক্টরস ফোরাম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর বিলাসবহুল চাহিদা মেটাতে চুরির পথ বেছে নিলেন বিবিএ স্নাতক চাকরিজীবী

ছক্কার ঝড় তুলতে বিশেষজ্ঞ কোচ আনছে বিসিবি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ওয়ালমার্টে দোকানে ছুরিকাঘাতে আহত ১১

গ্রিন-ম্যাক্সওয়েল ঝড়ে ক্যারিবীয়দের আবারও নাস্তানাবুদ করল অজিরা

চাঁদাবাজির ঘটনা নিয়ে উমামার স্ট্যাটাস

নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র

নিষেধাজ্ঞায় থাকা মেসিকে ছাড়া মায়ামির গোলশূন্য ড্র

নদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সোনাক্ষীকে নিয়ে স্বামীর আফসোস

১০

ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

১১

২৭ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১২

বিএনপি দেশ-জাতির কল্যাণে রাজনীতি করে : মিফতাহ্ সিদ্দিকী

১৩

জুলাই আন্দোলনে বেশি ভূমিকা বিএনপির : আমীর খসরু

১৪

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

১৫

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

১১ দিনেও উদ্ধার হয়নি কর্ণফুলীতে ডুবে যাওয়া জাহাজ

১৭

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

১৮

গণযোগাযোগ অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদনের সময় মাত্র ২ দিন

১৯

এইচএসসি পাসে লাজ ফার্মায় চাকরির সুযোগ

২০
X