চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের নামে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য, ছবি ও ভিডিওর মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি কুচক্রিমহল। এসব ফেক আইডির বিরুদ্ধে থানায় জিডি করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি ও ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় ১৪টি ফেইক আইডির নাম ও লিঙ্ক উল্লেখ করে জিডি করা হয় বলে জানান মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক মিলন।
জানা গেছে, জিডিতে উল্লিখিত ফেক আইডিগুলো নানা রকম উসকানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিভিন্ন ব্যক্তির কাছে তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। যে কোনো নির্বাচন ও দলের কমিটি গঠন করার সময় এলেই এসব ফেক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।
ভুক্তভোগী ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার বলেন, বিগত সময় আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে হামলা মামলায় জর্জরিত ছিলাম। ছাত্রদলের রাজনীতিতে আমার ত্যাগ ও অর্জনকে কলঙ্কিত করতে একটি পক্ষ ওই সব ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শুরু করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানাব। একটি কুচক্রী মহল পেছনে থেকে এমনটা করছে। আমি আইনের কাছে তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, উপজেলায় আমরা অনেক ফেসবুক ফেক অ্যাকাউন্টের নামে অভিযোগ পেয়েছি। আমরা ইতোমধ্যে চিহ্নিত করার কাজ শুরু করেছি। শিগগির এসব ফেক আইডির মালিকদের ধরে শাস্তির আওতায় আনা হবে।
মন্তব্য করুন