সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৩:১৬ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

ভুক্তভোগীর নয়, আ.লীগ নেতার মামলা নিলেন ওসি

শাহজাদপুর থানা। ছবি : সংগৃহীত
শাহজাদপুর থানা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে চেক ছিনতাই ও ব্যবসায়ীকে মারধরের ঘটনায় মামলা দায়েরের বিষয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ওসি আসলাম আলীর বিরুদ্ধে। ব্যাংক কর্তৃপক্ষের মামলা না নিয়ে উল্টো ছিনতাইকারী আওয়ামী লীগ নেতা শুকুর আলীর পক্ষে মামলা নিয়েছেন তিনি।

এ ঘটনায় ওসির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন মারধরে আহত ব্যবসায়ী আমির হামজা।

অভিযুক্ত শুকুর আলী শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

এদিকে থানায় মামলা না নেওয়ায় ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা শুকুর আলীসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে শাহজাদপুর চৌকি আদালতে মামলা দায়ের করেছেন।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন মামলাটি আমলে নিয়ে শাহজাদপুর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন বলে জানান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম।

মারধরে আহত ব্যবসায়ী আমির হামজা অভিযোগ করে বলেন, ব্যবসায়িক লেনদেনের সূত্রে আওয়ামী লীগ নেতা শুকুর আলীর কাছে ৯৬ লাখ টাকা আমার পাওনা ছিল। ওই টাকার অনুকূলে তিনি জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার একটি চেক দিয়েছিলেন। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় গত ২০ জুলাই আমি ব্যাংকে চেক ডিজঅনারের জন্য যাই। তখন ব্যাংকের সিনিয়র অফিসার হাবিবুর রহমান ডিজঅনারের কাগজ তৈরি করছিলেন। তাৎক্ষণিক শুকুর আলীসহ ১০/১২ জন ঢুকে পড়েন। তার ভাতিজা সেলিম ব্যাংক কর্মকর্তার কাছ থেকে চেকটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে তারা চেয়ার ও হাতুড়ি দিয়ে আমাকে পেটায়।

তিনি বলেন, ঘটনার পরদিন ২১ জুলাই শাহজাদপুর থানা পুলিশ ব্যাংক কর্তৃপক্ষের জিডি এন্ট্রি নিলেও মামলা নেয়নি ওসি। অথচ ওই দিনই ছিনতাইকারী শুকুর আলীর মামলা নিয়েছেন। এখানে ওসি সাহেব পক্ষপাতিত্ব করেছেন বলে দাবি তার।

জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাবিবুর রহমান বলেন, আমির হামজা ৯৬ লাখ টাকার একটি চেক উপস্থাপন করে আমার সামনে। চেকটা যখন উপস্থাপন করে, তখন ব্যাংকে ওই অ্যাকাউন্টে টাকা না থাকায় আমরা অ্যাকাউন্ট হোল্ডার শুকুর প্রামাণিকের সঙ্গে কথা বলি। তিনি ১০ দিনের সময় নেন। ২০ জুলাই ওই চেক ডিজঅনারের ডেট ছিল। এদিন আমির হামজা চেক ডিজঅনার নিতে এলে যথারীতি সেটা প্রস্তুত করি। কিন্তু হঠাৎ পেছন থেকে শুকুর আলীর ভাতিজা সেলিম আমার হাত থেকে চেক কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। তখন দুপক্ষের মধ্যে মারামারি হয়।

ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন বলেন, ঘটনার পরদিন আমরা থানায় জিডি করেছি। তবে মামলা নিতে ওসি সাহেব নানা অজুহাত দেখালে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী কালবেলাকে বলেন, শুকুর আলীর পক্ষের একজনের মাথা ফেটে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তারা মামলা করতে না এসে আদালতে গেছেন। দুটি মামলাই আমরা তদন্ত করব।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান কালবেলাকে বলেন, মামলার বিষয়ে ওসি সাহেব বলতে পারবেন। কারণ মামলা নেওয়া বা না নেওয়ার এখতিয়ার তার। আপনি তাকেই জিজ্ঞেস করেন, ব্যাংকের মামলা কেন নিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : আমান

স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

জাকসু নিয়ে নির্বাচন কমিশনের জরুরি বিজ্ঞপ্তি

ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা চলবে : নির্বাচন কমিশনার

পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু

জাকসুর ফল প্রকাশে শিবির-সমর্থিত প্যানেলের আলটিমেটাম

যৌতুকের জন্য স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...

শুধু কথা নয়, পদক্ষেপ নিতে হবে ইরানকে : যুক্তরাষ্ট্র

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১০

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : চরমোনাই পীর

১১

কিনব্রিজ দিয়ে চলবে মোটরসাইকেল

১২

নেতা খুঁজছে নেপাল

১৩

শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান শিবিরের ভিপিপ্রার্থীর

১৪

গভীর রাতে কবরের বেড়ায় জ্বলে উঠল আগুন

১৫

ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

১৬

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবিতে ৪৫ প্রবাসী বাংলাদেশি সংগঠনের বিবৃতি

১৭

জুমার বয়ানের সময় বৃদ্ধের মৃত্যু

১৮

ঢাকা-১৮ আসনে ৩১ দফার লিফলেট বিতরণ কফিল উদ্দিনের

১৯

জীবনসঙ্গী খুঁজছেন তামান্না

২০
X