রাঙামাটিতে ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এ সময় সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় তাদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। অভিযানে একে ৪৭ ও রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, অভিযান এখনও চলছে। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।
এর আগে খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে (৪১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতিকে (জেএসএস) দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।
গত রোববার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা জানান, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ির চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএসের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
মন্তব্য করুন