নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগর সাতমাধলাই (বালই) নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার নূরে আলম।
উদ্ধার শ্রমিক দুজন হলেন- মারুফ মিয়া (২৪) ও মো. জিয়া (২০)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলার ধলামুলগাঁও গ্রামে।
জানা গেছে, গত সোমবার রাতে মোহনগঞ্জের আদর্শনগর বালই নদীতে বালুবোঝাই নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় ও ডুবুরি দল মিলে ২৪ ঘণ্টা পর ২ শ্রমিকের লাশ উদ্ধার করে। গতকাল তাদের লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন