গাজীপুরের পুবাইলে শুটিং চলাকালীন ইদ্রিস নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
ইদ্রিসের (৩৫) বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি তেজগাঁও সাত রাস্তায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও মিডিয়ায় কাজ করছিলেন।
জানা যায়, ঢাকার এস এম ব্রাইট মিডিয়া হাউসের উদ্যোগে পুবাইলের একটি ‘পনির হাউস’-এ শুটিং চলছিল। বুধবার ভোর ৬টার দিকে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইদ্রিস।
সহকর্মীরা দ্রুত তাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস এম ব্রাইট মিডিয়া হাউসের মালিক হাসান জানান, ইদ্রিস লাইনম্যানের কাজ করতেন। শুটিং চলাকালে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আর বাঁচানো যায়নি।
চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন