সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মৃত সাব্বির। ছবি : কালবেলা
মৃত সাব্বির। ছবি : কালবেলা

সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ।

নিহত সাব্বির সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মানিক হাজির ছেলে।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট ভোরে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় ছিনতাইয়ের চেষ্টা করে সাব্বির। এ সময় সুইচ গিয়ার চাকু দিয়ে রেশমা বেগমের ছেলে ইমরানকে আঘাত করে এবং স্বামী কাজীম উদ্দিনকে কামড় দেন তিনি।

পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাব্বিরকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাব্বিরকে উদ্ধার করে।

ঘটনার পর রেশমা বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জয়পুরহাট থেকে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সিআরপি এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা সাব্বির তাদের গতিরোধ করে লুটপাটের চেষ্টা চালান। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

তবে নিহতের বাবা মানিক হাজির দাবি, তার ছেলে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ঘটনার দিন রাতে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। পরে তিনি জানতে পারেন, সিগারেট চাইতে গিয়ে লোকজনের সঙ্গে তার ছেলের ঝামেলা হয়। সেই সূত্র ধরে গণপিটুনির ঘটনা ঘটে এবং পরে পুলিশে সোপর্দ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, সাব্বিরকে আটক করার সময় একটি চাকু জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একটি চুরির মামলা ছিল। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় থানায় নতুন করে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

১০

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

১৪

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১৫

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১৬

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১৭

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১৮

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১৯

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

২০
X