খুলনার কয়রা উপজেলা সদরের ওপর দিয়ে তিন রাস্তা মোড় থেকে কপোতাক্ষ কলেজ অভিমুখী কাঁশিরহাটখোলা পর্যন্ত সাত কিলোমিটার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দেখে বোঝার উপায় নেই, এটি কোনো রাস্তা নাকি ডোবা-পুকুর। দীর্ঘ এক যুগ সংস্কারের অভাবে পিচ ঢালাই উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। হেলেদুলে দুমড়ে মুচড়ে চলাচল করছে ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইক। এতে কখনো ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। পথচারীসহ যানবাহনের যাত্রীদের পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।
কয়রা উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের আওতাধীন।
সওজ খুলনা কার্যলয় সূত্রে যানা গেছে, জেলা মহাসড়কের যথাযথ মান ও উন্নীতকরণ (খুলনা অঞ্চল) প্রকল্পের আওতায় ২০১৯ সালে সড়কটি সংস্কারে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
মন্তব্য করুন