বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে দেশে বহুল প্রত্যাশার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে বিএনপির নেতাকর্মীদের।
যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা এক সঙ্গে বসি। কার কী দাবি শুনি।
শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।
বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্য ও কারাগারে পরিণত করেছে। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।
নির্বাচনী মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে রাষ্ট্রে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে।
আগামীতে নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি ও অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না,
আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।
মন্তব্য করুন