পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—দেবীডুবা ইউনিয়নের গালান্ডি এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় এবং একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে অনলাইন জুয়া পরিচালনার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। ধনঞ্জয় রায় নামে এই চক্রের একজন সদস্য পলাতক রয়েছে।
অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন ফোন, ১৬টি সিমকার্ড, একটি সিপিইউ, দুটি ক্যামেরা, তিনটি রেজিস্টার এবং ২৪ হাজার টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে অভিযান শেষে আটকদের জব্দকৃত আলামতসহ দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন