কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের আইন প্রয়োগকারী সংস্থা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের আইন প্রয়োগকারী সংস্থা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে গত সপ্তাহে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এতে দেশটিতে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানয়েছে, গত সপ্তাহে ১৪ হাজার ৩৯ অবৈধ প্রবাসীকে দেশে পাঠানো হয়েছে। বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অক্টোবরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে নিরাপত্তা বাহিনী দেশজুড়ে যৌথ অভিযান চালায়। এতে ২২ হাজার ৬১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই সৌদি আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করেছেন। এর মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, চার হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।

বিবৃতিতে জানানো হয়, ২৩ হাজার ২১ জনকে ভ্রমণ নথি প্রস্তুতের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ৩ হাজার ৯৩৯ জনকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৯ জনকে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। এদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৪৫ শতাংশ ইয়েমেনি নাগরিক। এছাড়া ৩৫ জনকে দেশ ত্যাগের চেষ্টা করার সময় এবং ২৩ জনকে অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ ও ১ হাজার ৫৬০ জন নারী রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা নিয়োগে সহায়তাকারীরা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা) জরিমানার মুখে পড়তে পারেন। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও জব্দ করা হতে পারে।

মন্ত্রণালয় জনগণকে অবৈধ প্রবাসীদের সম্পর্কে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে। এর মধ্যে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১১

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১২

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৩

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৪

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৫

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৬

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১৭

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৮

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৯

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

২০
X