দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, পুলিশের লাঠিচার্জে নেতা আহত

আহত জেলা সভাপতি শফিকুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহত জেলা সভাপতি শফিকুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন জেলা সভাপতি শফিকুল ইসলামসহ কয়েকজন।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের চাড়ুবাবুর মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর সোয়া ১২টার সময় দিনাজপুরের সদর হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে নেতাকর্মীরা।

জানা গেছে, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর সোয়া ১২টার সময় দিনাজপুরে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের লিলির মোড়, মর্ডান মোড় অতিক্রম করে চাড়ুবাবুর মোড় হয়ে থানা মোড়ে জেলা জাতীয় পার্টির অফিসের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ চাড়ুবাবুর মোড়ে মিছিলটি আটকে দেয়। সেখানে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম আহত হন।

পরে আহত অবস্থায় সভাপতি শফিকুল ইসলামকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, দুপুর সোয়া ১২টার সময় দিনাজপুরের সদর হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাড়ুবাবুর মোড় অতিক্রম করার সময় পুলিশ বাধা দেয়। এ নিয়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে মিছিলের সামনে থাকা সভাপতি শফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।

দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। শহরের চাড়ুবাবুর মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় আমরা পুলিশের বাধা অতিক্রম করার থানা মোড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে আমি ডান পা, হাত ও বুকের বাম পাশে আঘাত পাই।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান বলেন, মিছিলকারীরা আমাদের জানিয়েছিল তারা চাড়ুবাবুর মোড় হয়ে বাসুনিয়াপট্টি হয়ে চলে যাবে। কিন্তু তারা থানার দিকে আসার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কথাকাটাকাটি হয়। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম কীভাবে আহত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটকারীকে শুভেচ্ছা জানালেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ

অঞ্জলিকে ‘অশ্লীল স্পর্শ’ বিতর্কে মুখ খুললেন পবন সিং

নবীন শিক্ষার্থী ও নির্যাতিত ছাত্রনেতাদের নিয়ে রাকসু নির্বাচনের দাবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোনো ভূমিকায় ধোনিকে চায় ভারত

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতার বৈধতার রিটের শুনানি মঙ্গলবার

‎বৃদ্ধা মাকে মারধরের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ গ্রেপ্তার ৫

উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭ মডেল স্কুল সরকারিকরণের দাবি

মা হতে চান জাহ্নবী 

১০

রাকসু নির্বাচন / নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের অবস্থান

১১

ভাতে ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণার তথ্য জানুন

১২

ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৩

নুরের সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১৪

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

১৫

গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে মানুষের ঢল

১৬

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

১৭

সমালোচনার শিকার পাকিস্তানি অভিনেত্রী

১৮

ডাকসু নির্বাচনে ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

১৯

১২ বলে ১১ ছক্কা হাঁকালো, শেষ ওভারে এলো ৪০ রান

২০
X