বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যেই স্বপ্ন নিয়ে জিয়াউর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তার বাস্তবায়নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের গণমানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনীতে সদর ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণতন্ত্রের যাত্রাকে সফল করতে বাংলাদেশের স্বপক্ষের সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা নানাভাবে নিগৃহীত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে দলের আর্দশে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক বাবু তপন করসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
মন্তব্য করুন