কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে থাকা গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ সেপ্টেস্বর) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা টানা ব্রিজের অদূরে রামচন্দ্রপুর-মফিজ ডিলার বাড়ি এ সড়কে সরকারি গাছ দীর্ঘদিন ধরে জীবিত অবস্থায় ছিল। রাস্তা ভাঙন রোধে এ গাছগুলো মুখ্য ভূমিকা রেখে এসেছিল। বৃহস্পতিবার বিকেলে চান্দলা টানা ব্রিজসংলগ্ন পদুয়া সরকার বাড়ির বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে শাহ আলম সরকার ওই রাস্তায় গাছ কেটে বিক্রি করেন।
এ ব্যাপারে গাছ কাটায় অভিযুক্ত শাহ আলম সরকার বলেন, এ গাছ আমিই লাগিয়েছিলাম। গাছের ছায়া ফসলি জমির ক্ষতি করে তাই গাছ কেটেছি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন