সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে

বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুন। ছবি : সংগৃহীত
বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় এখন বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুন। বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের ঘিরেই রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা চলছে। এর মধ্যে শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য মামুন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন, বিশেষ করে তরুণ ভোটারদের কাছে।

২৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মামুন ছাত্রদল থেকে যাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি জাসাস-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কূটনৈতিক বিট প্রধান এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাধারণ সম্পাদক।

মামুনের শক্তি তার ক্লিন ইমেজ। তার বিরুদ্ধে দুর্নীতি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই। সরকারের দমননীতির সময় আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির অবস্থান তুলে ধরার পাশাপাশি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা এবং কৃষক-শ্রমিকদের দাবি তুলে ধরেছেন নিয়মিত।

তালা-কলারোয়া আসনে প্রায় অর্ধেক ভোটার তরুণ। তাদের একজন বলেন, আমরা চাই নতুন প্রজন্মের প্রতিনিধি, যিনি পরিচ্ছন্ন থাকবেন। মামুন ভাইয়ের মধ্যে আমরা সেটা দেখি। তিনি শিক্ষিত, ভদ্র এবং সহজভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দুর্নীতিমুক্ত, শিক্ষিত ও তরুণদেরই মনোনয়ন দেওয়া হবে। স্থানীয়রা মনে করছেন, এ ঘোষণার সঙ্গে সবচেয়ে বেশি মানানসই প্রার্থী মামুন।

সাতক্ষীরা-১ আসনে অতীতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে আওয়ামী লীগ এখন মাঠে নেই। জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ সক্রিয় আছেন, বিএনপির ভেতরে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও সাবেক মেয়র আক্তারুল ইসলামও মনোনয়নপ্রত্যাশী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি সত্যিকার অর্থে তরুণ ও পরিচ্ছন্ন নেতৃত্বকে অগ্রাধিকার দেয়, তাহলে মামুন হতে পারেন সাহসী সিদ্ধান্ত। তারুণ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

সব মিলিয়ে সাতক্ষীরা-১ আসনের নির্বাচনে আলোচনার কেন্দ্রে এখন আরিফুজ্জামান মামুন, যিনি তালা-কলারোয়ার মানুষের কাছে নতুন আশা ও ভরসার প্রতীক।

বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। দলের দুঃসময়-সুসময় উভয় সময়েই মাঠে ছিলাম। এলাকার মানুষের ভালোবাসাই আমার শক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১০

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১১

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১২

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৩

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৪

এই আলো কি সেই মেয়েটিই

১৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

১৬

বিচ্ছেদের ব্যথা ভুলতে কতটা সময় লাগে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৭

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

১৮

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান

১৯

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

২০
X