কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি উড়ে এসে জুড়ে বসার দল না : মির্জা ফখরুল

কিশোরগঞ্জে জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সুযোগ এসেছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। অনেকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন। বিএনপি উড়ে এসে জুড়ে বসার দল না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপির পক্ষে সবাই দাঁড়ান। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, ভেঙে ফেলবার কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা-গুম করেছে তারাই পালিয়ে গেছে।

তিনি বলেন, আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ ও অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো সবকিছু দিয়েছে এই বাংলাদেশে। শহীদ জিয়াকে যখন এ দেশের শত্রুরা হত্যা করল, তারা ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। কিন্তু সেই গণতন্ত্রের পতাকা হাতে তুললেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি লড়াই করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। অনেক নেতারা তার সঙ্গে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বিনা বেতনে মেয়েদের পড়াশোনার করার ব্যবস্থা করেছিলেন। তিনি কোটা ব্যবস্থার মাধ্যমে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন। এই দল উড়ে এসে জুড়ে বসেনি। লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছে। আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশে স্বাধীন করেছে। আমাদের গর্ব ১৯৭১ সাল। আমাদের নেতা (জিয়াউর রহমান) গণতন্ত্র দিয়েছেন। আপনারা সেই দলের গর্বিত সদস্য।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এর আগে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে ২ হজার ৯০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এই ভোটের মধ্য দিয়েই গঠিত হবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব। সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান

স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গরম তেলে হাত চুবানো হলো গৃহবধূর

ভ্যাভ প্রোডাকশনস ও ব্রেভ হর্সের যৌথ চুক্তি স্বাক্ষর

‘তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে’

প্রেমিকের মৃত্যুর ১২ দিন পর চলে গেলেন প্রেমিকাও

বিএনপি নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান, না হলে ব্যবস্থা নেবে ছাত্রশিবির

মাটি খুঁড়তেই মিলল কলসভর্তি মুদ্রা

দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি রোববার  

৪০ দিনের বেশি নাভির নিচের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কি?

১০

প্রজ্ঞা-আত্মা’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত / তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের

১১

বাগদান সম্পন্নের পর হান্নান মাসউদকে নিয়ে পোস্ট ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

১২

খেলেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে, এখন গ্রেপ্তার পুলিশের হাতে

১৩

চাকসু নির্বাচনে নতুন প্যানেল

১৪

ঢাকার আকাশ ঘোলাটে থাকার কারণ জানালেন আবহাওয়াবিদরা

১৫

ইউরোপজুড়ে বিমান চলাচলে হঠাৎ বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল

১৬

‘ভাঙন ঠেকাও, হাসারপাড় বাঁচাও’

১৭

শুধু জাপা নয়, বিএনপি-জামায়াতও দোষের ভাগীদার : আনিসুল

১৮

‘খেতে যাওয়ায়’ ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, যে ব্যাখ্যা দিল পুলিশ

১৯

সাদাপাথর এলাকায় প্রশাসনের জরুরি নির্দেশনা

২০
X