কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, লুকিয়ে রেখেছিল সেপটিক ট্যাংকে

নিহত আব্দুল করিম ভূঁইয়া। ছবি : সংগৃহীত
নিহত আব্দুল করিম ভূঁইয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে গৃহকর্তা করিম ভূঁইয়াকে (৪৫) হত্যার কথা আদালতে স্বীকার করেছেন তার স্ত্রী মোসা. তাসলিমা বেগম (৪০)। এ হত্যাকাণ্ডে নিহতের দুই ছেলে তানজিদ ভূঁইয়া (১৯) ও তৌহিদ ভূঁইয়ার (২১) সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানান।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ির সেপটিক ট্যাংক থেকে আব্দুল করিম ভূঁইয়ার (৫২) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গত ১৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন।

নিহত করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের আবুল কাশেম ভূঁইয়া ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মোজাম্মেল, ইসরাফিল ও হাক্কানীকে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, রিমান্ডে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে প্রধান আসামি তাসলিমা বেগম জানান, তার স্বামী করিম ভূঁইয়া প্রায়ই মাদকাসক্ত হয়ে স্ত্রী-সন্তানদের অমানুষিক নির্যাতন করতেন। বিষয়টি ভাইদের জানালে তারা ১৩ আগস্ট করিম ভূঁইয়াকে ডেকে নেন। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের পাশে কথাকাটাকাটির সময় মোজাম্মেল হক লাঠি দিয়ে করিম ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এরপর লাশ প্রথমে খালে ফেলে দেওয়া হয়। পরদিন হাত-পা বেঁধে মোজাম্মেলের বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ঘটনার ৩৫ দিন পর ১৭ সেপ্টেম্বর হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া জানান, গত ১৩ আগস্ট বাড়ি থেকে আখউড়ার খড়মপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়। বুধবারে একটি অজ্ঞাত ফোনের সূত্র ধরে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের তিনি ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিখোঁজের এক মাস পর একটি ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত করিম মিয়ার দুই শ্যালক, স্ত্রী ও দুই ছেলে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা কেমন হতে পারে?

ব্র্যাক এনজিও-তে দুদিন ছুটিসহ কক্সবাজারে চাকরির সুযোগ

মাদ্রাসায় না এসেও নিয়মিত ‘বেতন-ভাতা তুলছেন’ অধ্যক্ষ

স্কয়ার গ্রুপে অপারেটর পদে নিয়োগ

সাইনোভিয়া ফার্মায় চাকরির সুযোগ, স্নাতক পাসেই করতে পারবেন আবেদন

সাগরে লঘুচাপ, ৩ ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি

জুবিনের ডেথ সার্টিফিকেটে জানানো হয়েছে মৃত্যুর কারণ

বিশ্ব গন্ডার দিবস আজ

বিসিবি সভাপতির নির্বাচনী চিঠি অবৈধ ঘোষণা চেয়ে হাই‌কো‌র্টে রিট

ভাঙ্গায় আন্দোলন-অবরোধ স্থগিত

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কিম জং উনের এক শর্ত

১১

রাজধানীতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৩

মার্কিন নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ৪

১৪

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানতে হবে

১৫

ময়মনসিংহে নাবিল গ্রুপের ব্যবসায়ী-পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

১৬

ভারতের কাছে হারের পর ফাইনাল খেলতে পাকিস্তানের সামনে যে সমীকরণ

১৭

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে ধরল জনতা

১৯

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন আজই

২০
X