কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হাসপাতালের নির্মাণকাজ, বিল তুলে লাপাত্তা ঠিকাদার

কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার। ছবি : কালবেলা
কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যার অনুমোদন থাকলেও, এখন পরিচালিত হচ্ছে ১৯ শয্যার ভবনে। এতে করে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। রোগীর চাপ বাড়লেও ভবন সংকটে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে সীমিত পরিসরে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ না করে লাপাত্তা হওয়ায় বন্ধ আছে হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ।

সরেজমিন দেখা গেছে, ভবন নির্মাণের জন্য খোড়া গর্তে ময়লা আবর্জনা পড়ে পানি জমে দূষিত হচ্ছে পরিবেশ। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বেড সংকটের কারণে হাসপাতালের ছাদে অস্থায়ী ভাবে নির্মাণ করা টিনসেড ও মেঝেতে সেবা নিচ্ছে। অবকাঠামোগত দুরাবস্থা ও প্রয়োজনীয় সেবা না থাকায় মানুষকে ন্যূনতম চিকিৎসার জন্যও ১শ কিলোমিটার দূরের জেলা শহরে ছুটতে হয়।

জানা গেছে, ১৯৬৪ সালে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামে স্থাপিত হয় ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে ২০১১ সালে ১৯ শয্যার একটি ভবন নির্মাণ করা হয় এবং পরবর্তীতে সেটা ৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে ৩১ শয্যাবিশিষ্ট পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ২০২২ সালে অপসারণ করা হয়। একই বছ‌রের ১৬ আগস্ট ৩১ শয্যার তিনতলা ভবন নির্মাণের কার্যা‌দেশ দেওয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম আহসান ট্রেডার্স।

তিনতলা বিশিষ্ট এই ভবন নির্মাণকাজের ব্যয় ধরা হয় ৯ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৫৮০ টাকা। কাজের মেয়াদ ছিল ২০২৩ সালের ১২ জুন। কাজের অগ্রগতি না হওয়ায় গতি বাড়াতে বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয় খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। একপর্যায়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বর্ধিত করা হয়। দুই দফা মেয়াদ শেষে কা‌জের অগ্রগ‌তি সন্তোষ‌জনক না হওয়ায় কাজ বা‌তি‌লের সুপা‌রিশ ক‌রে‌ছেন নির্বাহী প্রকৌশলী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুনর্নির্মাণ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় ২০২২ সালের ১৬ আগস্ট। এ কাজ বাস্তবায়নের মেয়াদ ছিল ৯ মাস। কার্যাদেশ পাওয়ার পর দুই বছর পার হলেও ১৮ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। এই কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকা উঠিয়ে নিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানটি সময়মতো কাজ না করায় ১৯ মার্চ কাজ বাতিলের সুপা‌রিশ ক‌রে‌ পত্র দেন খুলনার নির্বাহী প্রকৌশলী।

জানা যায়, মূলত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম হাসান ট্রেডার্সের নামে বরাদ্দ হলেও কাজটি করতেন খুলনা-৬ আসনের সা‌বেক এমপি মো. আক্তারুজ্জামান বাবু। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব‌্যবহৃত মোবাইল নম্ব‌রটি বন্ধ পাওয়া যায়।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২৯ জন চিকিৎক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৯ জন। তার মধ্যে একজন ২ মাসের বুনিয়াদী প্রশিক্ষণে। চরম চিকিৎসক সংকট ও হাসপাতালের অবকাঠামোগত দুরবস্থা ও প্রয়োজনীয় সেবা না থাকায় মানুষকে চিকিৎসাসেবা নিতে ছুটতে হয় ১শ কিলোমিটার দূরের জেলা শহরে।

দীর্ঘ তিন বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ানসহ সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। নেই কোনো পরীক্ষা- নিরীক্ষার ব্যবস্থা। মন্ত্রণালয় থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন করা হলেও আবাসিক ভবনের সুব্যবস্থা না থাকার অজুহাতে কয়রায় অবস্থান করেন না। খুলনা শহর থেকে মাঝেমধ্যে দু-একদিন আসেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, হাসপাতা‌লের ৩১ শয্যার ভবন‌টি ভে‌ঙে ফেলার প‌র থে‌কে শয্যা সংকট দেখা দিয়েছে। সংকীর্ণ জায়গায় রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার উপসহকারী প্রকৌশলী মো. ইখতেয়ার হোসেন বলেন, কাজে ধীরগ‌তির জন‌্য কার্যা‌দেশ বাতিলের সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে। ইতোমধ্যে কাজের মেয়াদও শেষ হয়েছে। দ্রুত হাসপাতালের ভবন নির্মাণের কাজটির জন্য আমরা বার বার নতুন করে প্রস্তাব দিচ্ছি, কিন্তু এখনো পাস হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আব্বু, আব্বু’ বলে ডাকলেন কন্যারা, প্রিজনভ্যানে হাত নাড়ালেন বারকাত

এএসপি পদোন্নতি পেলেন ৩৯ পরিদর্শক

বিসিবি সভাপতির চিঠি বৈধ, চেম্বার আদালতে স্থগিত হাইকোর্টের আদেশ

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

টানা দ্বিতীয়বার ‘সুপারব্র্যান্ডস’ খেতাব পেল গাজী পাম্পস অ্যান্ড মোটরস

বাসের জানালা দিয়ে মাথা বের করলেন যাত্রী, অতঃপর...

সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড

বিএনপি ও এনসিপি কত আসনে জিতবে, বললেন নাসীরুদ্দীন

নিজেদেরই গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর হামলা, নিহত অন্তত ৩০

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র মধ্যে ইওআই স্বাক্ষর

১০

‘একে–৪৭’ উদযাপন নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন ফারহান

১১

ডেঙ্গু জ্বর : লক্ষণ, করণীয় এবং সচেতনতা

১২

ঢাকা কাস্টম হাউসে প্রায় ৩ লাখ জাল ব্যান্ডরোল জব্দ

১৩

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

১৪

সরকার পতনের আশঙ্কায় আরও যেসব দেশ

১৫

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

১৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্কলার্সহোম উপাধ্যক্ষের পদত্যাগ

১৭

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

১৮

এবার ফখরের আউট নিয়ে আইসিসির কাছে অভিযোগ পাকিস্তানের

১৯

আল আকসা মসজিদে ঢুকে ইসরায়েলিদের গান-নৃত্য

২০
X