প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে এক বছরে সড়কে প্রাণ গেছে ৪৭৪ জনের

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

উত্তরাঞ্চলের ১৬ জেলায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় শুধু মহাসড়কে প্রাণ হারিয়েছে ৪৭৪ জন আর আহত হয়েছে আরও ৫১৭ জন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৩৫ জন, যাদের মধ্যে অন্তত ২৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ওভারস্পিড, ওভারলোডিং, চালক ও পথচারীর অসচেতনতা, অদক্ষ চালক এবং যান্ত্রিক ত্রুটি। বিশেষ করে বেপরোয়া গাড়ি চালানো এবং রাস্তায় সংকেত সম্পর্কে সচেতন না থাকা দুর্ঘটনার অন্যতম কারণ।

হাইওয়ে পুলিশের বগুড়া ও রংপুর রিজিয়ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাইওয়ে পুলিশের সূত্র জানান, গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত এক বছরে শুধু মহাসড়কেই ৫৮৫টি দুর্ঘটনায় মারা গেছেন শিশুসহ প্রায় ৪৭৪ জন। আহত হয়েছেন ৫১৭ জন। এর মধ্যে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের আট জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের এবং আহত হয়েছেন ২০৭ জন এবং রংপুর রিজিয়নের আট জেলায় মারা গেছেন ১৯৫ জন ও আহত হয়েছেন ৩১০ জন।

এ ছাড়াও মোটরযান আইন ভঙ্গ ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গত জুন পর্যন্ত এক বছরে বগুড়া ও রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ মামলা করেছে ৩৯ হাজার ২৬৭টি। বিভিন্ন মামলায় জরিমানা করা হয়েছে ১৩ কোটি টাকারও বেশি, যেটির মধ্যে আদায় হয়েছে ১১ কোটি।

হাইওয়ে পুলিশের তথ্যে বলা হয়েছে, উত্তরাঞ্চলে দুর্ঘটনা বেশি ঘটে বগুড়া রিজিয়নের সিরাজগঞ্জের হাটিকুমরুলে। যেখানে গত এক বছরে তিন শিশুসহ ৭১ জন মারা যান। রংপুর রিজিয়নের গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুসহ ৫৪ জন মারা গেছেন। চার চাকার যানবাহনের দুর্ঘটনা বেশি হয়েছে রংপুর রিজিয়নে ২৯৪টি, বগুড়া রিজিয়নে ১৯৫টি। মোটরবাইকের দুর্ঘটনা রংপুরে ৭২টি, বগুড়ায় ৫৮টি।

সূত্র জানায়, উত্তরাঞ্চলের মহাসড়কগুলো এখন আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত ও ভালো হওয়ায় ৬০-৮০ কিমি/ঘণ্টার স্থানে যানবাহন চালকরা ১০০-১১০ কিমি/ঘণ্টার বেগে চলাচল করছেন।

পুলিশের তথ্যে বলা হয়েছে, মহাসড়কে থ্রি-হুইলার চালকদের ৯৬ শতাংশের ড্রাইভিং লাইসেন্স নেই, মোটরবাইক চালকের ৫০ শতাংশ বেপরোয়া। বাস, ট্রাক ও থ্রি-হুইলার চালকরা অধিকাংশই সড়ক আইন মানতে চায় না, বিশেষ করে টার্মিনাল এলাকায়। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে বগুড়া ও রংপুর রিজিয়নে গত এক বছরে মামলা হয়েছে ২ হাজার ২৫৫টি। এর মধ্যে বগুড়া রিজিয়নে ১ হাজার ৩৫৭টি। ওভারলোডিংয়ের কারণে মামলা হয়েছে ১ হাজার ৪৭০টি। অতিরিক্ত গতিতে যানবাহন চলানোর অপরাধে মামলা হয়েছে ১২ হাজার ৮০৩টি। অনুপযোগী ৯ হাজার ৭৮৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়া রিজিয়নের পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন শ্রমিক ও পথচারীদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। যানবাহনের গতি পর্যবেক্ষণে স্পিডগান ব্যবহার করা হচ্ছে এবং অতিরিক্ত গতির জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগে ট্রাক তেমন ওভারস্পিডে চলত না। এখন বাস, মোটরবাইক ও থ্রি-হুইলারের মতোই বেপরোয়া ট্রাকচালকরাও দুর্ঘটনার অন্যতম কারণ। দ্রুতগতির বাইক চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন, ফলে প্রাণহানির ঘটনা ঘটছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের প্রতিমা যাচ্ছে বিভিন্ন জেলায়, আয় হচ্ছে কোটি টাকা

আজ হারলে বাংলাদেশের ওপর ‘নির্ভর’ করবে শ্রীলঙ্কার ফাইনাল খেলা!

গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৪শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

মেসির পরিবারের নির্দেশেই ইন্টার মায়ামি চলে, দাবি সাবেক তারকার

সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

আখতারের ওপর হামলার ঘটনায় ডাকসুর বিবৃতি

হাঁটুজল পেরিয়ে উঠতে হয় অর্ধকোটি টাকার সেতুতে

মুক্তি পেল জাহিদের নতুন গান ‘তুই রাখিস যত্ন করে’

কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু

১০

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

১১

পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল : ফখরুল

১২

সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক : আবিদ

১৩

পোর্টেবল ফ্যান কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

১৪

টানা বৃষ্টিতে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৫

অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা 

১৬

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

১৭

কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা নিহত ‎

১৮

আইসিসি থেকে বড় শাস্তি পেল ভারত

১৯

সানসিল্কের আমন্ত্রণে এসে দেশ ছাড়লেন হানিয়া আমির 

২০
X