মুন্সিগঞ্জে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগী নিহত এবং সাতজন আহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ঢাকা যাচ্ছিলেন।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম মাদবর (৪৫)। তিনি পটুয়াখালী উপজেলার মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম ও নুর আলম। তারা সম্পর্কে একে অপরের আত্মীয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আব্দুর রহিম মাদবর ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সটি হাসাড়া এলাকায় এলে মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার শিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাক-অ্যাম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাকচালক দুজনেই পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
মন্তব্য করুন