ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

‘ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন’

ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশে বক্তব্য দেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। ছবি : কালবেলা
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশে বক্তব্য দেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নয়, নিজেকে রক্ষা করতে পারেননি। সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশিমতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত চিত্র তারা প্রকাশ করে না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই, জরিপকারীরা দালাল।

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে ফয়জুল করিম বলেন, গত ৫৩ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি-আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের মানুষ ওই সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পরেই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আজ আমরা সবাই শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য, এর মধ্য দিয়ে আলেম সমাজ রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হতে পারবে। কোনো বৈষম্য থাকবে না, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষের নিরাপদ থাকবে। সর্বশেষ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে জানান।

সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ ম্যাচ হারার পর ক্যাচ মিসকে দায়ী করলেন বাংলাদেশ কোচ

জাতিসংঘের স্থায়ী মিশনে নৈশভোজে প্রধান উপদেষ্টা, সংস্কার নিয়ে যা বললেন

জুবিনকে নিয়ে যা লিখলেন কঙ্গনা

যে ৫ বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউই জানে না

লা লিগায় বার্সার নাটকীয় প্রত্যাবর্তন

ইন্দোনেশিয়ার ঘোষণায় হতবাক ইসরায়েল

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে যুবক

রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে বৃষ্টির আভাস

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

১০

উত্তরের তিন জেলার দূরপাল্লার বাস বন্ধ

১১

শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

জাতীয় পুরস্কার যাদের উৎসর্গ করলেন রানি

১৩

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৮৩০

১৪

সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

১৫

‘ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন’

১৬

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যেতে সোজা পথ এড়িয়ে গেলেন নেতানিয়াহু

১৭

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার কী অবস্থা?

১৮

ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে আজ

১৯

ফুলগাজীতে বিএনপির সদস্য খালেদা জিয়া, ৬ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X