কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের ৩২৩ পূজামণ্ডপে তারেক রহমানের উপহার 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। ছবি : কালবেলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩২৩টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্যামলী আবাসিক এলাকায় মহসিন টি হোল্ডিং কোম্পানির কার্যালয় থেকে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল ও এক বস্তা ডালসহ মোট ৬৪৬ বস্তা উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন। এ ছাড়া দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে উপহারসামগ্রী পৌঁছে দেন।

প্রধান অতিথি হিসেবে উপহারসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম যার যার দেশটা আমাদের সবার এই মন্ত্রেই বিশ্বাস করে বিএনপি।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবারই বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। এবারও আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলার ৩২৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা ও উপহার হিসেবে প্রতি মণ্ডপে এক বস্তা চাল ও এক বস্তা করে ডাল পৌঁছে দিয়েছি।

শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল বৈদ্য বলেন, মহসিন মিয়া মধুর এ ধরনের মহতী উদ্যোগ শারদীয় দুর্গোৎসবকে আরও আনন্দঘন করে তুলবে। শ্রীমঙ্গল-কমলগঞ্জে আমাদের সব ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতি আরও শক্তিশালী হবে। মহসিন মিয়া মধুকে সব ধর্মের মানুষ যে কোনো বিষয় ডাকলে তাকে কাছে পাওয়া যায়।

এ সময় উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, আব্দুল মোছাব্বির, আবুল হোসেন, এম এ রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, টিটু দাস, ফয়সাল আহমেদ, টমাস আহমেদ, শহীদ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল বৈদ্য, সনাতন ধর্মাবলম্বীদের নেতা গৌতম সেনসহ শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১০

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১১

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১২

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৩

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

১৪

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

১৫

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন, পুড়ল শতাধিক ঘর

১৬

ভুলেও এআই চ্যাটবটকে এই ১০ তথ্য দেবেন না

১৭

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

১৮

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

১৯

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

২০
X