অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১টায় বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতের আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের হওয়ার সম্ভাবনা নাই।
বরিশালে পূজামণ্ডপ ঘুরে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। ধর্ম পালন প্রত্যেকের সমান অধিকার।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা চেয়ে ছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যায়। ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ৯-১০টি সংস্কার হয়েছে।
এর আগে দুপুরে বরিশাল সার্কিট হাউসে পৌঁছান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন বাজার শংকর মঠ পরিদর্শন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি নৌপথে ভোলার উদ্দেশে রওয়ানা হন। ভোলার তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে আইন উপদেষ্টার।
মন্তব্য করুন