আফগানিস্তান সিরিজে মাঠে নামার আগে আইসিসি থেকে সুসংবাদ পেয়েছেন একাধিক টাইগার ক্রিকেটার। বুধবার (০১ অক্টোবর) সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেলেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। তবে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুস্তাফিজ-লিটনরা।
আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৫৫। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বোলারদের তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৬১৮। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন।
ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস তিন ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে আছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে থাকা মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্ট, যা টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যাটসম্যানদের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯ পয়েন্ট)।
বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী রয়ে গেছেন শীর্ষে। এশিয়া কাপে সাত উইকেট নেওয়ার পরও তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। ভারতের কুলদীপ যাদব নয় ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে, আর বাংলাদেশের রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।
মন্তব্য করুন