কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের গিগলিয়ো দ্বীপের উপকূলে ২০১২ সালের ১৩ জানুয়ারি ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ৩ হাজার ২০০ যাত্রী ও ১ হাজার ২৩ কর্মী নিয়ে চলা ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া ধাক্কা খায় পাথরে। মুহূর্তেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, প্রাণ হারান ৩২ জন।

প্রমোদতরীটির ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সেস্কো শেটিনো। সেদিন তার সঙ্গে ছিলেন তার বান্ধবী ও সাবেক নৃত্যশিল্পী ডমনিকা সেমোর্টান। বান্ধবীকে প্রভাবিত করতে এবং সাবেক বস মারিয়ো পালোম্বোকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে পরিকল্পনা করেন শেটিনো। যদিও তখন মারিয়ো দ্বীপে ছিলেন না, খবর পাওয়ার পরও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। বরং নির্ধারিত পথ ছেড়ে জাহাজকে দ্বীপের একেবারে কাছাকাছি নিয়ে যান।

সমস্যা আরও জটিল হয় যখন শেটিনো নিজের চশমা ভুলে আসায় সহকারীর নির্দেশনায় জাহাজ চালাচ্ছিলেন। কিন্তু সেই সহকারীও ছিলেন অনভিজ্ঞ। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে কনকর্ডিয়া, পাথরের সঙ্গে ধাক্কা খায় জাহাজের নিচের অংশ। প্রায় ৭০ মিটারজুড়ে ফেটে যায় তলদেশ। পানি ঢুকতে শুরু করে ইঞ্জিনঘরে, মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জাহাজ।

কিন্তু তারপরও যাত্রীদের আশ্বস্ত করতে থাকেন শেটিনো, ‘তেমন কোনো অঘটন ঘটেনি।’ ততক্ষণে জাহাজের অর্ধেক ডুবে গেছে। প্রাথমিকভাবে উদ্ধার করতে চাননি তিনি, উপকূলরক্ষীর সাহায্যও নেননি। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে ৩০ ডিগ্রি কাত হয়ে যায় প্রমোদতরী। তখনই বিপদঘণ্টি বাজিয়ে সাহায্য চাওয়া হয়। যাত্রীরা কেউ লাইফ জ্যাকেটে সুরক্ষা নেন, কেউ আবার দ্বীপ পর্যন্ত সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। সে সময়ও ক্যাপ্টেন শেটিনো প্রমোদতরী ছেড়ে সবার আগে নিরাপদে চলে যান।

তবে, সাহসিকতার পরিচয় দেন ভারতীয় দুই কর্মী কর্ণনাথ রমেশনা ও রাসেল রেবেলো। যাত্রীদের লাইফবোটে তোলার সময় প্রাণ হারান রাসেল। মোট ৩২ জন নিহত হন এই দুর্ঘটনায়। কয়েক ঘণ্টার চেষ্টায় বাকি যাত্রীদের উদ্ধার করা হয়। প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় কোস্টা কনকর্ডিয়ার।

পরে আদালতে শেটিনো সব দায় চাপান সহকারী নাবিক রবার্টো বোসিয়োর ওপর। এমনকি দাবি করেন, পা পিছলে লাইফবোটে পড়ে গিয়ে নাকি তিনি জাহাজ থেকে নেমে যান। তবে আদালত তার কোনো যুক্তিই গ্রহণ করেনি। বর্তমানে কারাগারেই আছেন এই কুখ্যাত ক্যাপ্টেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিনসনের শতকেও লাভ হলো না, মার্শ ঝড়ে অস্ট্রেলিয়ার জয়

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

অবসর নিয়ে মেসিকে সতর্ক করে দিলেন সাবেক ব্রাজিল তারকা

এইচএসসি পাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন যেভাবে

চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই নেতা

যে ৩ ধরনের খাবার বেশি খেলে আয়ু কমে যেতে পারে

ফিল্মফেয়ারের মঞ্চে ফিরছেন শাহরুখ খান  

কলার জাদুতেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা

স্বাস্থ্যকেন্দ্র এখন নিজেই জরাজীর্ণ, ভোগান্তিতে এলাকাবাসী

১০

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত 

১১

বক্স অফিসে কত আয় করল ‘রঘু ডাকাত’

১২

রিমান্ড শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জোবায়ের কারাগারে  

১৩

গরু থেকে মানুষে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, জনমনে আতঙ্ক

১৪

জিয়া উদ্যানের লেকে এবার মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’

১৫

আদালত থেকে পলাতক হত্যা মামলার আসামি ফের কারাগারে 

১৬

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

১৭

সমাবেশে ৪১ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল

১৮

ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত

১৯

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X