হবিগঞ্জের লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, লাখাই উপজেলা মনতৈল গ্রামের ফরিদ মিয়ার সাথে একই গ্রামের নোয়াব আলীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে।
এর জের হিসেবে বুধবার (০১ অক্টোবর) দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, পূর্ব বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রযেছে।
মন্তব্য করুন