লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ইতিহাসে আলেম-ওলামারা জুলুমের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মহান মুক্তিযুদ্ধসহ সব স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওলামা-মাশায়েখের ভূমিকা ইতিহাসের অবিচ্ছিন্ন অংশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একটি কমিউনিটি সেন্টারে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও মাদ্রাসা শিক্ষার্থীসহ শতাধিক আলেম শাহাদাতবরণ করেছেন, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে ওয়াজ-নসিহত ও জুমায় খুতবা দেওয়ার কারণে অনেকে চাকরি হারিয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ার অসংখ্য আলেম অপদস্থ হয়েছেন, হামলার শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন এবং শাহাদাতবরণ করেছেন। মাদ্রাসা শিক্ষার্থীসহ ওলামা-মাশায়েখদের ত্যাগ কোরবানি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ সবার কোরবানি উত্তমভাবে কবুল করুন।

প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোরুল আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবকে টেকসই করতে হলে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। নামে-বেনামে পতিত স্বৈরাচারের পুনর্বাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারের দোসরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ৩০/৩৫ ভাগ ভোট পেয়ে ফ্যাসিস্ট হওয়ার আশঙ্কা রোধ করতে উভয় কক্ষে সংখ্যানুপাতিক হার তথা পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। লুটেরা ও খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিধান করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া শাখার আমির অধ্যাপক আসাদ উল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দীন নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন সহসভাপতি নুরুল আলম তালুকদার, ইসলামী আন্দোলন লোহাগাড়া শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহ আমিন আজহারী, সহসভাপতি মাওলানা নুরুল আবসার, হেফাজত ইসলামী লোহাগাড়া শাখার সহসভাপতি মহিউদ্দিন হেলালী ও সেক্রেটারি মাওলানা শোয়াইবুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসন ও মঙ্গল কামনায় প্রার্থনা সভা

সরাসরি চুক্তিতে সিলেট যোগ দিলেন তারকা পেসার

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

১০

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

১১

শীতের শুরুতেই নিওরের স্কিনকেয়ার পণ্যের উচ্চ চাহিদা

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

১৪

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক

১৫

৭ ভূমিকম্পে কাঁপছে দেশ, কী চলছে মাটির নিচে

১৬

রামেকে দেশের প্রথম সাপে কাটা ওয়ার্ড চালু, এক মাসে মৃত্যু শূন্য

১৭

নারী উদ্যোক্তা তনিকে মানহানি, গ্রেপ্তার আকাশ কারাগারে 

১৮

ভূমিকম্পের বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

১৯

নিজের নির্বাচনী আসন ও দল নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

২০
X