বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের তিন জেলায় সড়র্ঘক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত এসব দুটনা ঘটনা ঘটে।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়ায় ধলেশ্বরী সেতুর মাওয়ামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজদীখানের ঘনশ্যামপুর এলাকার ইমন ভূঁইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জের কলাকোপা এলাকার সামিউল ইসলাম (২৭)।

স্থানীয়রা জানান, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে হাসাঢ়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

হাসাঢ়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ধাক্কা বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫৫) উপজেলার চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আবুল কালাম বাইসাইকেলে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। আলীপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তার পেছনে এসে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান জানান, ট্রাকটি আটক করতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দার ট্রাকচালক আল আমিন (৪০) ও ময়মনসিংহের কালীবাড়ি গোদারাঘাটের মো. রাশেদুল (২৮)।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার কাশর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দিন উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার সফর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন কাশর রোড রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়েস্ট বিডিসির বিনিয়োগ আড়ালে মানিলন্ডারিং, দুদকে অভিযোগ পাঠাবে বিএসইসি

গণতন্ত্রের বাতিঘর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ইতিহাস

নির্বাচন শান্তিপূর্ণ-নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করব : প্রধান উপদেষ্টা

লালবাগে প্রয়াত পিন্টুর ভাইয়ের বড় শোডাউন

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে এখনো সংশয় রয়েছে : সাইফুল হক

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে টাকা!

যুব এশিয়াডে প্রথম পদক কাবাডিতে

কোনো চাঁদাবাজ-গডফাদারকে মনোনয়ন দেওয়া হবে না : মোস্তফা জামান

কাতারের ভিসা নিয়ে অপপ্রচার, মন্ত্রণালয়ের আহ্বান

গরম পানি না পেয়ে আর্সেনালের বিরুদ্ধে উয়েফাতে অ্যাথলেটিকোর অভিযোগ

১০

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী

১১

রাবির দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা

১২

আ.লীগ কার্যালয় ভাঙচুরের পর দখলে নিল এনসিপি

১৩

ইউএস-বাংলার বহরে তৃতীয় এয়ারবাস

১৪

বার্সার মায়ামি ম্যাচ নিয়ে রিয়ালের অভিযোগ, বিপাকে লা লিগা

১৫

বাড়তি ইনক্রিমেন্ট চালু করেছে বাংলাদেশ ব্যাংক

১৬

শতবর্ষী পোস্ট অফিসে তালা, অবশেষে উন্মুক্ত

১৭

সুপার ওভারে না জিততে পেরে আক্ষেপ মিরাজের

১৮

বিমানবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

১৯

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বাড়ছে আশঙ্কা

২০
X