পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার) লিমিটেডের ২৪ কোটি ৯৫ লাখ টাকা বিনিয়োগের আড়ালে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে উঠে এসেছে।
কোম্পানিটির এ সংক্রান্ত অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ৯৭৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৫২ টাকা ২৫ পয়সা দরে মোট ২৪ কোটি ৯৫ কোটি টাকা বিনিয়োগ করে কোয়েস্ট বিডিসি। এই বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার মূল্যায়ন করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ইরশাদ হোসেন, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম।
বিএসইসি জানিয়েছে, ওই শেয়ার মূল্যায়নেরে মাধ্যমে উল্লেখিত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কোয়েস্ট বিডিসি থেকে ২৪ কোটি ৯৫ লাখ টাকা থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডে হস্তান্তর করেছে। ওই লেনদেনে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে বলে বিএসইসির প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুদককে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন