

উৎসবমুখর আয়োজনে শরীয়তপুরের জাজিরায় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।
দৈনিক কালবেলার জাজিরা উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
এ সময় ইউএনও কাবেরী রায় বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এরই মধ্যে সবার নজরে এসেছে। যে কোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে খুব অল্প সময়ের মধ্যে পত্রিকাটি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এসব সম্ভব হয়েছে দক্ষ ব্যবস্থাপনা ও সংবাদকর্মীর কারণে। যে কোনো ঘটনা সবার আগে দেওয়ার চেষ্টা করে কালবেলা। কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, শরীয়তপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন, ডিবিসি নিউজের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসাইন রাজন, বার্তা বাজারের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়।
আরও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন বেপারী, দৈনিক খবরপত্রের সাগর মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের রিয়াদ, ঢাকা টাইমসের জাজিরা প্রতিনিধি জিহাদ কাজী, দৈনিক আমাদের মাতৃভূমির শাকিল আহমেদ, আজকের খবরের জাজিরা প্রতিনিধি মো. মাসুদ রানা, দৈনিক ঘোষণার জিহাদ হাসান প্রমুখ।
সভায় উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, মাত্র তিন বছরের পথচলায় কালবেলা যে উচ্চতায় পৌঁছেছে, তা সত্যিই প্রশংসনীয়। এত অল্প সময়ে পাঠকের আস্থা, বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা সহজ নয়—কিন্তু কালবেলা তা করে দেখিয়েছে। নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সত্যের প্রতি অটল অবস্থান আর সাহসী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আজ দেশের গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, কালবেলার এই আলোকিত যাত্রা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, আরও গভীরভাবে মানুষের হৃদয়ে স্থান করে নেবে।
এ সময় বক্তারা বলেন, অল্প সময়ের পথচলায় কালবেলা যে বিশ্বাস ও জনপ্রিয়তা অর্জন করেছে, তা সত্যিই অনন্য দৃষ্টান্ত। তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আরও বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
মন্তব্য করুন