টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা শওকত সরকারের

গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন শওকত হোসেন সরকার। ছবি : কালবেলা
গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন শওকত হোসেন সরকার। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ‘অপপ্রচারকারীদের’ বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

রোববার (২৭ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ মামলাটির আবেদন করেন তিনি। আদালতের বিচারক রাকিবুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।

রোববার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শওকত হোসেন সরকার।

ব্রিফিংয়ে শওকত হোসেন সরকার বলেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিকভাবে তাকে ঘায়েল করার জন্যই এই কুৎসা রটানো হয়েছে। তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ওমরা পালন শেষে দেশে ফেরার পর জানতে পারেন, গত ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে ১০ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। যাতে তার চরিত্রহননের উদ্দেশ্যে অসত্য ও একপেশে তথ্য উপস্থাপন করা হয়েছে।

শওকত সরকার বলেন, প্রতিবেদনে যার বক্তব্য তুলে ধরা হয়েছে, তিনি আফজাল হোসেন নামের এক ব্যক্তি। ভিডিওতে দেখা গেছে, আফজাল হোসেন আমাকে টাকা দিচ্ছেন। টাকা দিচ্ছেন এটি সত্য। তবে ওই টাকা কোনো চাঁদাবাজির নয়, বরং গাড়ি বিক্রির টাকা।

আরও পড়ুন : ভোটের মাধ্যমে চাঁদাবাজ দখলবাজদের রুখে দিতে হবে : ফয়জুল করিম

তিনি দাবি করেন, ২০২৪ সালের ২৮ জুলাই আফজাল হোসেন তার ছেলের প্রতিষ্ঠান এসএস কার সাম্রাজ্য থেকে একটি নোয়া স্কয়ার গাড়ি কেনেন। ৪০ লাখ টাকার ওই গাড়ি ১০ লাখ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয়। পরে তিনি ব্যাংক ঋণ নিয়ে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করেন; কিন্তু আফজাল হোসেন সেই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি দাবি করেন, আফজাল হোসেন অতীতে নিজেকে গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। জুলাই আন্দোলনের পর তিনি ‘ভোল পাল্টে’ বিলুপ্ত ‘জিয়া মঞ্চ’-এর নেতা দাবি করছেন। আসলে তিনি সবসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় রাজনীতি করেছেন।

শওকত সরকার বলেন, ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের কারণে তিনি সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে হেয় ও সম্মানহানির শিকার হয়েছেন। এ কারণে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। আদালতের মাধ্যম তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন।

আরও পড়ুন : ‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’

কাশিমপুর জমিদার বাড়ি দখলের অভিযোগ প্রসঙ্গে শওকত সরকার বলেন, এই অভিযোগও মিথ্যা। ২০০৫ সালে আমি ওই বাড়ির অর্ধেক অংশ ক্রয় করি। ২০২৩ সালে আদালতের নিষেধাজ্ঞায় সরকারপক্ষ সেখানে প্রবেশ করতে পারেনি। নতুন বিএস জরিপে আমার নাম অন্তর্ভূক্ত হয়েছে। ওই জমির আমি আইনানুগ মালিক।

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরে আমার বিরুদ্ধে ৪২টি মিথ্যা মামলা দেওয়া হয়। আমি কারাভোগ করেছি, নির্যাতন সহ্য করেছি; কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে এক বিন্দু পিছু হটিনি। আজও সেই পথেই আছি।

ব্রিফিংকালে শওকত হোসেন সরকারের আইনজীবী আব্দুস সালামসহ মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ব্যাটারকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক আফিফের

উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল নিয়ে ডিএমটিসিএলের বার্তা

ঢাবির ট্রেজারারের সঙ্গে ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস

বসবাসের অযোগ্য রাবির শেরেবাংলা হল, বিকল্প আবাসন চান শিক্ষার্থীরা

কালবেলায় সংবাদ প্রকাশ / মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে টাকা দিল ব্যাংক

হোটেল থেকে জায়নামাজ চুরি করলেন পাকিস্তানি অভিনেত্রী

রাবির চিকিৎসা মনোবিজ্ঞানের সভাপতির পদত্যাগ দাবিতে অনশন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, বাতাসের গতিবেগ ৮৮ কিমি

আ.লীগ নেতা গ্রেপ্তার, এলাকায় মিষ্টি বিতরণ

অ্যাশেজ: ছিটকে গেলেন অজি তারকা, অধিনায়ক স্মিথ

১০

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

১১

৬ বছর পর ভারত মাতাতে আসছেন পিটবুল

১২

তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করল বিসিবি

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৪

যে কারণে সংঘর্ষে জড়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৫

খেজুরে ভরপুর মরক্কোর বাজার

১৬

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত করল মন্ত্রণালয়

১৭

চাকরি ছাড়লেন টাইগারদের ফিটনেস ট্রেনার

১৮

চা-সিগারেট একসঙ্গে খেয়ে অজান্তেই বড় ঝুঁকি ডেকে আনছেন

১৯

৩ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম

২০
X