পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বীমার টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ

রংপুরের পীরগাছায় ফারইস্ট ইন্স্যুরেন্স অফিসে তালা দিয়ে সড়ক অবরোধ করে গ্রাহকরা। ছবি : কালবেলা
রংপুরের পীরগাছায় ফারইস্ট ইন্স্যুরেন্স অফিসে তালা দিয়ে সড়ক অবরোধ করে গ্রাহকরা। ছবি : কালবেলা

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিসে তালা ঝুলিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা বাজারে অবস্থিত ওই শাখা অফিসে প্রথমে তালা দেন তারা। পরে সন্ধ্যার দিকে বাজারের একটি সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে।

খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গ্রাহকদের অভিযোগ, বীমার মেয়াদ শেষ হওয়ার পরও কোম্পানিটি নানা অজুহাতে টাকা পরিশোধ করছে না। তারা দ্রুত তাদের প্রাপ্য অর্থ পরিশোধের দাবি জানান।

এর আগে শনিবার মধ্যরাতে রংপুর জোনাল অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী অফিসের আসবাবপত্র ও দামী সরঞ্জাম সরিয়ে নিতে গেলে স্থানীয় গ্রাহকদের সন্দেহ হয়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করেন এবং কর্মকর্তাদের জবাবদিহির জন্য অবরুদ্ধ করে রাখেন।

এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকেই পীরগাছা শাখা অফিসে গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে দুপুরে তারা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।

ওই সময় অফিসে উপস্থিত ছিলেন শুধু একজন পিয়ন, ফজলুল হক। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষুব্ধ গ্রাহকেরা তাকে একরকম অবরুদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যার দিকে তারা শাখার সামনে সড়কে ড্রাম ফেলে অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মণ্ডল, ভবন মালিক আমিনুল ইসলাম রঞ্জু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ শাখা ইনচার্জের সঙ্গে ফোনে কথা বলে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আলোচনার আশ্বাস দিলে গ্রাহকেরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধ গ্রাহক বিপ্লব হাসান বলেন, ‘৫-৬ বছর ধরে এই অফিসে ঘুরছি। প্রতিবারই আজ-কাল বলে ঘুরাচ্ছে।’

আরেক গ্রাহক রুবেল মিয়া বলেন, ‘আমি ২৪ হাজার ৯০০ টাকা পাওয়ার কথা। কিন্তু টাকা তুলতে গেলে বলে নতুন করে একাউন্ট খুলতে হবে—সবই ভণ্ডামি।’

রাজকুমার রাজ জানান, তার ১২ বছরের বীমা। ৫৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও দিয়েছে মাত্র ২৪ হাজার। আসল টাকাটাই দেয়নি।

এ বিষয়ে শাখা ম্যানেজার শফিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ কালবেলাকে বলেন, ‘গ্রাহকদের পলিসির মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি টাকা দিতে টালবাহানা করছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা অফিসে তালা দেন। লিখিত অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চটকধার বিজ্ঞাপন দেখে পার্লারে আসেন নারীরা, অতঃপর...

চবিতে বঙ্গবন্ধু চেয়ারে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল, টাকা ফেরতের নির্দেশ

পুত্র সন্তানের বাবা হলেন তপু খান 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নিয়ে পাকিস্তান আইএসপিআরের বিবৃতি

ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে

একাত্তরকে সম্পত্তি বানিয়ে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে আ.লীগ : শিবির সভাপতি

মেট্রোরেলের গতি কমল

আফ্রিকার এক দেশে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আগামীকাল বিদ্যুৎ থাকবে না জানিয়ে বার্তা

জামালপুরে জেলা ও দায়রা জজের আদালত বর্জন আইনজীবীদের

১০

প্রস্রাবের পর শুধু টিস্যু ব্যবহার করলে নামাজ হবে?

১১

শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ

১২

খুমেকে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

১৩

আসছে আমার নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’

১৪

জাপানে ১ লাখ দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়া জানাল প্রতিনিধি দল

১৫

ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সর্বশেষ যা জানা গেল

১৬

ঢাবির হলে ধূমপানে ৩০০ টাকা জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার 

১৭

বরিশাল-খুলনা ম্যাচ চলাকালে মারা গেলেন ফিজিও

১৮

কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

১৯

আরও অর্ধশত ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

২০
X