রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট 

বিক্ষুব্ধ শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
বিক্ষুব্ধ শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রড তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী থেকে শুরু করে পথচারীরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ঘুরাচ্ছেন। বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাকিতে সদাই কিনে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বাড়িওয়ালারাও বাড়িভাড়ার টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন পরিষদের আশ্বাস দেন।

এদিকে মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশোধ করার চেষ্টা করলে শ্রমিকরা মেনে নেননি। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। দুপুর একটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।

কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিশোধের চেষ্টা করেছিলাম। শ্রমিকরা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরখাস্ত হলেন পুলিশের সেই এডিসি

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না : রিজভী

অবশেষে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

মেট্রোরেলে নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষের আহ্বান

হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় ৬ সুবিধা, যা জানেন না অনেকে

রয়টার্সকে সাক্ষাৎকার / এখনি দেশে ফেরার পরিকল্পনা নেই হাসিনার, থাকবেন ভারতে

বিএনপিকে সতর্কবার্তা জামায়াতের

র‍্যাগিংয়ের দায়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

সন্তানের মৃত্যুশোকে রেললাইনে শুয়ে পড়লেন মা

১০

সালমান শাহকে নিয়ে যে দাবি করেন সামিরা

১১

আকিকা দেওয়ার দায়িত্ব কার, নিজের আকিকা নিজে দেওয়া যাবে কি?

১২

সরানো হলো যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার

১৩

জকসু নির্বাচনের প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং : প্রধান নির্বাচন কমিশনার

১৪

রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু, বিচারসহ চার দাবিতে বিক্ষোভ

১৫

‘ওরা আমার স্বামীকে গুলি করে মারল, আমি এখন কী করব?’

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গোপন নথি ফেসবুকে, সমালোচনার ঝড়

১৭

সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১৮

‎জবি ছাত্রদল নেতার উদ্যোগে ফুচকা ফেস্ট

১৯

জামায়াত নেতাদের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক 

২০
X